Wimbledon 2022: উইম্বলডনে জিতলেই এ বার রেকর্ড টাকার থলি নিয়ে বাড়ি ফিরবেন চ্যাম্পিয়নরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 09, 2022 | 10:18 PM

এ বারের উইম্বলডনে (Wimbledon) ব়্যাঙ্কিং পয়েন্ট থাকছে না। যার ফলে অনেক টেনিস প্লেয়ারই এই টুর্নামেন্টের প্রতি আগ্রহ হারাচ্ছেন। কিন্তু টুর্নামেন্ট আকর্ষণীয় করার জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার মূল্যের ব্যাপারে ঘোষণা করল অল ইংল্যান্ড ক্লাব। এ বারের উইম্বলডনের পুরস্কার মূল্য রাখা হয়েছে ৪০.৩ মিলিয়ন পাউন্ড।

1 / 4
এ বারের উইম্বলডনের মোট পুরস্কার মূল্য রাখা হয়েছে ৪০.৩ মিলিয়ন পাউন্ড।  উইম্বলডনের পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়নরা ২ মিলিয়ন পাউন্ড করে আর্থিক পুরস্কার পাবেন।

এ বারের উইম্বলডনের মোট পুরস্কার মূল্য রাখা হয়েছে ৪০.৩ মিলিয়ন পাউন্ড। উইম্বলডনের পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের চ্যাম্পিয়নরা ২ মিলিয়ন পাউন্ড করে আর্থিক পুরস্কার পাবেন।

2 / 4
গত বছরের উইম্বলডনের মোট পুরস্কার মূল্য ছিল ৩৫ মিলিয়ন। গত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে নোভাক জকোভিচ ও অ্যাশলে বার্টি ১.৭ মিলিয়ন করে পকেটে পুরেছিলেন।

গত বছরের উইম্বলডনের মোট পুরস্কার মূল্য ছিল ৩৫ মিলিয়ন। গত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে নোভাক জকোভিচ ও অ্যাশলে বার্টি ১.৭ মিলিয়ন করে পকেটে পুরেছিলেন।

3 / 4
বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে খেলে কোনও পয়েন্ট পাবেন না প্লেয়াররা।  কারণ ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণের ফলে এ বারের উইম্বলডনে খেলতে পারবেন না রাশিয়া এবং বেলারুশের টেনিস প্লেয়াররা। এই সিদ্ধান্ত নেওয়ায় ফলে এ বারের উইম্বলডনে থাকছে না পয়েন্ট সিস্টেম।

বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে খেলে কোনও পয়েন্ট পাবেন না প্লেয়াররা। কারণ ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণের ফলে এ বারের উইম্বলডনে খেলতে পারবেন না রাশিয়া এবং বেলারুশের টেনিস প্লেয়াররা। এই সিদ্ধান্ত নেওয়ায় ফলে এ বারের উইম্বলডনে থাকছে না পয়েন্ট সিস্টেম।

4 / 4
এ বারের উইম্বলডন শুরু হতে চলেছে ২৭ জুন থেকে। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটি চলবে ১০ জুলাই অবধি।

এ বারের উইম্বলডন শুরু হতে চলেছে ২৭ জুন থেকে। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টটি চলবে ১০ জুলাই অবধি।

Next Photo Gallery