Bangla News Photo gallery Workers throwing chairs vandalism in the presence of TMC leaders and shout slogans in Mamata Banerjee's name
Photo Gallery: তৃণমূলের সভায় ধুন্ধুমার, মমতার নামে জয়ধ্বনি দিতে দিতে নেতাদের উপস্থিতিতেই চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর!
TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস
Sep 15, 2021 | 10:52 PM
TMC: শিলিগুড়িতে তৃণমূল আছে তৃণমূলেই। নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল, মারপিট, একে অপরকে দেখতে না পারা নিত্যনৈমিত্তিক ঘটনা। এসব কারণেই রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়াকার হলেও শিলিগুড়িতে কখনওই জয়ের মুখ দেখতে পারেনি ঘাসফুল শিবির।
1 / 5
শিলিগুড়িতে তৃণমূল আছে তৃণমূলেই। নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল, মারপিট, একে অপরকে দেখতে না পারা নিত্যনৈমিত্তিক ঘটনা। এসব কারণেই রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়াকার হলেও শিলিগুড়িতে কখনওই জয়ের মুখ দেখতে পারেনি ঘাসফুল শিবির। তার মধ্যে শিলিগুড়ি ভারত নগরে স্থানীয় এক তৃণমূল নেতার নির্দেশে বিজেপি কর্মী সমর্থকদের ভ্যাকসিন ক্যাম্প থেকে কার্যত তাড়িয়ে দেওয়া নিয়ে শুরু হয়েছে তোলপাড়। এর প্রতিবাদে আজ সকালে স্থানীয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সশরীরে ওই ক্যাম্পে গিয়ে প্রতিবাদ জানালে তাঁকেও নিগ্রহের চেষ্টা করে এলাকায় উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা। এর প্রতিবাদে দুপুরে ধরনায় বসেছিলেন বিজেপি বিধায়ক। তার পর আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শো-কজ নোটিস পেয়েছেন এক নেতা।
2 / 5
এসবের মধ্যে বুধবার শিলিগুড়ি শাসক দলের অন্দরে নতুন সংযোজন শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভায় জেলা নেতৃত্বের উপস্থিতিতে প্রকাশ্যেই চেয়ার ছুড়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা। শ্রমিক সংগঠনের কর্মীনেতারাই এই ভাঙচুর চালান। এক পক্ষ আরেক পক্ষের দিকে তাড়া করে চেয়ার নিয়ে।
3 / 5
দলীয় সূত্রে খবর, স্থানীয় তৃণমূল নেতাদের নেতৃত্বে এই ভাঙচুর চলে। মঞ্চে তখন উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নির্জল দে। তৃণমূল কংগ্রেসে থাকাকালে এর আগে বেআইনি জমি কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হন শ্যাম যাদব। সেই সময় তাকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। কিন্তু সময়ের ফেরে ফের দলে যোগ দেন ওই ব্যক্তি।
4 / 5
সম্প্রতি শিলিগুড়িতে বিভিন্ন পদে রদবদল হয়। এরপর বুধবার রেগুলেটেড মার্কেট এ সভা ডেকেছিল তৃণমূল শিবির। সেখানেই অনুগামীদের নিয়ে গিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুলিশের উপস্থিতিতে যথেচ্চ ভাবে চেয়ার ছোড়াছুড়ি চলে। ভাঙচুর হয় মাইক, মঞ্চ। আতঙ্কে মঞ্চ ছেড়ে সরে যান নেতারাও।
5 / 5
এলাকায় হুড়োহুড়ি শুরু হয়। নেতাকর্মীদের অনেতে প্রণভয়ে ইতিউতি ছোটাছুটি শুরু করেন। ভাঙচুর সেরে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনী দিতে দিতে চলে যান শ্যাম যাদব ও তার অনুগামীরা। ঘটনায় প্রবল অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনা নিয়ে কেউই মুখ খুলতে চাননি।