ভূমিকম্প তছনছ করে দিয়েছে তুরস্ক, সিরিয়াকে। দু'দিনও কাটেনি, এরইমধ্যে চারবার কেঁপে উঠেছে তুরস্ক। PTI
কার্যত মৃত্যুমিছিল দুই দেশে। এখনও অবধি ৪ হাজার ৩০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। AFP
সোমবার সকালে প্রথম ভূমিকম্প হয়। ভোর ৪টেয় দুলে ওঠে দেশের বিভিন্ন জায়গা। AFP
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। এরপর আরও দু'বার কম্পন হয়। PTI
একটির তীব্রতার মাত্রা ৭.৫, অন্যটি ৬। এরপর মঙ্গলবার ভোরের দিকে ফের কম্পন। এবার রিখটার স্কেলে তীব্রতা ৫.৬। AFP
তুরস্কে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে কাহরামানমারাস, গাজিয়ানতেপ, সানলিউরফা, দিয়ারবাকির, আদানা, আদিয়ামান, মালত্য, ওসমানিয়ে, হাতায় ও কিলিস। AFP
বিভিন্ন দেশ ইতিমধ্যেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারত থেকে এনডিআরএফের ১০০ জন সদস্যের একটি দল পাঠানো হয়েছে উদ্ধারকাজের জন্য। এর পাশাপাশি ত্রাণও পাঠিয়েছে ভারত। PTI
সুইৎজারল্যান্ড থেকে বিশেষজ্ঞ দল গিয়েছে। সঙ্গে সার্ভিস ডগ। জার্মানি থেকেও ত্রাণ পাঠানো হয়েছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক, সিরিয়ায়। PTI
ভয়াবহ সে দেশের ছবি। বিপদ থেকে বাঁচতে রাতে যে ভবনে ঠাঁই নিয়েছিলেন দেশের মানুষ, ভোরের ভূমিকম্পে সেই ভবনই ধূলিসাৎ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। AFP
উদ্ধারকার্যে নেমে একের পর এক মর্মান্তিক দৃশ্য চোখের সামনে উঠে আসে উদ্ধারকারীদের। PTI
এমনও দেখা যাচ্ছে, উদ্ধারকারী দল দেখে হাউ হাউ করে কেঁদে ফেলছেন কোনও মহিলা। PTI
কেউ আবার সন্তানকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছেন বুকে। বাবা-মেয়ে দু'জনেরই চোখে জল। AFP
আবার কোথাও কোলের সন্তানকে বুকে চেপে আশ্রয়ের খোঁজে কোনও অসহায় বাবা। PTI
বয়স্ক নাগরিকদের মধ্যে চরম অসহায়তা। কোথায় ঠাঁই নেবেন, কীভাবে কাটবে শেষ জীবন! AFP
বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ বের করে আনছেন উদ্ধারকারীরা। AFP
এই মৃত্যু উপত্যকার মধ্যে প্রাণের খোঁজে দিনরাত কাজ করে চলেছেন হাজার হাজার মানুষ। PTI