শিল্পে সমৃদ্ধ এই শহর গুলিকে রাখুন বাকেটলিস্টে!
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 28, 2021 | 3:04 PM
ভারতের বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে আছে এর ঐতিহাসিক এবং পুরাণ কাহিনি। এই দেশের যে শহরেই আপনি যান না কেন খুঁজে পাবেন ইতিহাস, খাবার, আর্কিটেকচার এবং শিল্প। যে শিল্পের মধ্যে দিয়ে বিকাশ ঘটেছে শহরগুলির। শুধু কারিগরী নয়, এর মধ্যে রয়েছে সাহিত্য, কলা, সঙ্গীত, প্রযুক্তি সব কিছুই। আপনি যদি 'শিল্পের' অনুরাগী হন, তাহলে অনুপ্রেরণার খোঁজে ঘুরে আসতে পারেন ভারতের এই শহরগুলিতে..
1 / 7
আধ্যাত্মিক স্থান জনপ্রিয় বারাণসী, যেখানে সাহিত্য, চিত্রশিল্পী এবং যেকোনও কাপড়ের বিশেষত বেনারসী শাড়ির কারিগরি বিদ্যার জন্য ঘুরে আসতে পারেন।
2 / 7
সিনেমা পরিচালক থেকে শুরু করে অভিনেতা কিংবা কোনও নামজাদা ব্যবসায়ী, সবার বাসস্থান হল মুম্বাই। তাছাড়াও এই শহর সংস্কৃতির বাহক, সুতরাং আরব সাগরের তীরে অবস্থিত এই শহরে ঘুরে আসতে পারেন।
3 / 7
সাহিত্য হোক বা ফ্যাশন কিংবা কোনও অভিনেতা অথবা অর্থনীতি বিদ- ভারতের একাধিক বিশ্ব বিখ্যাত শিল্পীর জন্মভূমি হল কলকাতা। তাই এই শহর থেকেও আপনি খুঁজে পেতে পারেন অনুপ্রেরণা।
4 / 7
মোঘল ঘরানার নির্দশন এবং সঙ্গে চিকনকারীর কাজ- এটা শুধু মাত্র খুঁজে পাওয়া যায় লখনউতে। শিল্পীদের কাছে এই শহরের গুরুত্ব অন্যতম।
5 / 7
গোয়া শুধু মনোরম আবহাওয়ার জন্য জনপ্রিয় নয়, এখানে রয়েছে পর্তুগিজ ঔপনিবেশের প্রভাব যা এখানের সংস্কৃতিতে ধরা পড়ে।
6 / 7
৬০০ বছরের পুরনো ইতিহাস বহন করে চলেছে কোচি। কোচি-মুজিরিস বিয়েনাল নামক এশিয়ায় বৃহত্তম কনটেমপোরারি আর্টসের উৎসব অনুষ্ঠিত হয় এই শহরে।
7 / 7
পৃথিবীর স্বর্গ চিত্রশিল্পীদের জন্য আদর্শ একটি স্থান। মনোরম প্রাকৃতিক দৃশ্য ছবি আকারে ফুটিয়ে তোলা যায় এই উপত্যকায়।