Beauty Tips: ঘরোয়া পদ্ধতিতে যত্ন নিন তৈলাক্ত ত্বকের!

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 22, 2021 | 5:24 PM

রূপের সৌন্দর্য্য বজায় রাখার জন্য আমরা সবাই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে চাই। কিন্তু তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে একাধিক ত্বকের সমস্যা দেখা যায়। যেমন ব্রণ, ফুসকুড়ি, মুখে অতিরিক্ত তেল, ওপেনা ক্লগ এবং আরও অনেক কিছু। তাই তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে কিছু সাধারণ বিষয় মাথায় রাখতে হয়। তাহলে আসুন দেখে নিই কোন ঘরোয়া পদ্ধতিতে বজায় থাকবে তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা...

1 / 7
ত্বক যেমনই হোক না কেন প্রতিদিন দুবার করে ত্বক পরিষ্কার করা দরকার। তৈলাক্ত ত্বকের জন্য আপনি বাড়িতেই ক্লিনজার বানিয়ে নিতে পারেন। টমেটো এবং শশা দিয়ে তৈরি করুন ক্লিনজার। অর্ধেক টমেটো এবং শশার একসাথে পেস্ট বানিয়ে মুখে লাগান এবং ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

ত্বক যেমনই হোক না কেন প্রতিদিন দুবার করে ত্বক পরিষ্কার করা দরকার। তৈলাক্ত ত্বকের জন্য আপনি বাড়িতেই ক্লিনজার বানিয়ে নিতে পারেন। টমেটো এবং শশা দিয়ে তৈরি করুন ক্লিনজার। অর্ধেক টমেটো এবং শশার একসাথে পেস্ট বানিয়ে মুখে লাগান এবং ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

2 / 7
তৈলাক্ত ত্বকে স্ক্রাবারের জন্য ব্যবহার করতে পারেন ওটসকে। প্রথমে ওটসকে গুঁড়ো করুন। গরম জলের সাথে মধু দিয়ে পাতলা পেস্ট বানিয়ে নিন ওটসের। তারপর দু থেকে তিন মিনিট মুখে স্ক্রাব করুন এবং তারপর গরম জল দিয়ে তা ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকে স্ক্রাবারের জন্য ব্যবহার করতে পারেন ওটসকে। প্রথমে ওটসকে গুঁড়ো করুন। গরম জলের সাথে মধু দিয়ে পাতলা পেস্ট বানিয়ে নিন ওটসের। তারপর দু থেকে তিন মিনিট মুখে স্ক্রাব করুন এবং তারপর গরম জল দিয়ে তা ধুয়ে ফেলুন।

3 / 7
তৈলাক্ত ত্বকে টোনার হিসাবে ব্যবহার করুন গোলাপ জল। একটি তুলোর বলে গোলাপ জল নিয়ে মুখে লাগাতে পারেন।

তৈলাক্ত ত্বকে টোনার হিসাবে ব্যবহার করুন গোলাপ জল। একটি তুলোর বলে গোলাপ জল নিয়ে মুখে লাগাতে পারেন।

4 / 7
লেবু এবং ডিমের সাদা অংশও তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দারুন সহায়ক। একটি ডিমের সাদা অংশের সাথে কিছুটা লেবুর রস মিশিয়ে নিয়ে তা মুখে লাগান। তারপর শুকনো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। লেবুকে আপনি ক্লিনজার হিসাবেও ব্যবহার করতে পারেন।

লেবু এবং ডিমের সাদা অংশও তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দারুন সহায়ক। একটি ডিমের সাদা অংশের সাথে কিছুটা লেবুর রস মিশিয়ে নিয়ে তা মুখে লাগান। তারপর শুকনো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। লেবুকে আপনি ক্লিনজার হিসাবেও ব্যবহার করতে পারেন।

5 / 7
শরীরে পুষ্টি জোগানোর পাশাপাশি ত্বকে স্ক্রাবার হিসাবেও কাজ করে আমন্ড। আমন্ডকে স্ক্রাবার স্ক্রাবার এবং ফেস মাস্ক উভয় ভাবেই ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে আমন্ডের পেস্ট বানিয়ে নিন, তারপর তাতে মধু যোগ করে মুখে লাগান।

শরীরে পুষ্টি জোগানোর পাশাপাশি ত্বকে স্ক্রাবার হিসাবেও কাজ করে আমন্ড। আমন্ডকে স্ক্রাবার স্ক্রাবার এবং ফেস মাস্ক উভয় ভাবেই ব্যবহার করতে পারেন। এর জন্য প্রথমে আমন্ডের পেস্ট বানিয়ে নিন, তারপর তাতে মধু যোগ করে মুখে লাগান।

6 / 7
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অ্যালো ভেরা দারুণ উপযোগী। ত্বকে ম্যাসাজ থেকে শুরু করে ক্লিনজার এবং মাস্ক হিসাবেও অ্যালো ভেরাকে ব্যবহার করতে পারেন। ত্বকের যাবতীয় সমস্যার হাত থেকে অ্যালো ভেরা রক্ষা করে।

তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে অ্যালো ভেরা দারুণ উপযোগী। ত্বকে ম্যাসাজ থেকে শুরু করে ক্লিনজার এবং মাস্ক হিসাবেও অ্যালো ভেরাকে ব্যবহার করতে পারেন। ত্বকের যাবতীয় সমস্যার হাত থেকে অ্যালো ভেরা রক্ষা করে।

7 / 7
ব্রণ সহ তৈলাক্ত ত্বকের যাবতীয় সমস্যার হাত থেকে রেহাই পেতে সপ্তাহে দু থেকে তিনবার ত্বকে জোজোবা তেলকে ব্যবহার করতে পারেন। এসেন্সিয়াল অয়েল হিসাবে ত্বকের ওপর জোজোবা তেল ব্যবহার করতে পারেন। কিংবা মাস্কের সাথেও মিশিয়ে নিতে পারেন জোজোবা তেলকে।

ব্রণ সহ তৈলাক্ত ত্বকের যাবতীয় সমস্যার হাত থেকে রেহাই পেতে সপ্তাহে দু থেকে তিনবার ত্বকে জোজোবা তেলকে ব্যবহার করতে পারেন। এসেন্সিয়াল অয়েল হিসাবে ত্বকের ওপর জোজোবা তেল ব্যবহার করতে পারেন। কিংবা মাস্কের সাথেও মিশিয়ে নিতে পারেন জোজোবা তেলকে।

Next Photo Gallery