Yuzvendra Chahal: ২০১৯-২২ কতকিছু বদলে গেল, একই রইল শুধু চাহালের পোজ!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 28, 2022 | 12:10 AM

সিডনিতে চলতি কুড়ি-বিশের বিশ্বকাপের ম্যাচে ৫৬ রানের ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়েছে ভারত। সেই ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের সামনে যুজবেন্দ্র চাহালকে তাঁর সিগনেচার পোজে বসে থাকতে দেখা যায়। আর টেলিভশন ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। ফের ভাইরাল যুজির সেই প্রিয় পোজ।

1 / 6
সিডনিতে চলতি কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup 2022) ম্যাচে ৫৬ রানের ব্যবধানে নেদারল্যান্ডসকে (Netherlands) হারিয়েছে ভারত (India)। সেই ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের সামনে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) তাঁর সিগনেচার পোজে বসে থাকতে দেখা যায়। আর টেলিভশন ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। ফের ভাইরাল যুজির সেই প্রিয় পোজ। (ছবি-টুইটার)

সিডনিতে চলতি কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup 2022) ম্যাচে ৫৬ রানের ব্যবধানে নেদারল্যান্ডসকে (Netherlands) হারিয়েছে ভারত (India)। সেই ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের সামনে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) তাঁর সিগনেচার পোজে বসে থাকতে দেখা যায়। আর টেলিভশন ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। ফের ভাইরাল যুজির সেই প্রিয় পোজ। (ছবি-টুইটার)

2 / 6
ভারতের তারকা স্পিনারকে এই পোজ দিতে প্রথম বার দেখা যায় ২০১৯ সালের বিশ্বকাপের সময়। সেই সময় রীতিমতো ভাইরাল হয়েছিল চাহালের এই ছবি। (ছবি-টুইটার)

ভারতের তারকা স্পিনারকে এই পোজ দিতে প্রথম বার দেখা যায় ২০১৯ সালের বিশ্বকাপের সময়। সেই সময় রীতিমতো ভাইরাল হয়েছিল চাহালের এই ছবি। (ছবি-টুইটার)

3 / 6
এরপর চলতি বছরের আইপিএলের সময়ও চাহালকে মাঠের মধ্যে এইভাবে পোজ দিতে দেখা যায়। এ বারের আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। (ছবি-টুইটার)

এরপর চলতি বছরের আইপিএলের সময়ও চাহালকে মাঠের মধ্যে এইভাবে পোজ দিতে দেখা যায়। এ বারের আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। (ছবি-টুইটার)

4 / 6
চাহাল নিজেও জানেন, তাঁর এই সিগনেচার পোজ কতটা ভাইরাল হয়েছে। যুজবেন্দ্রর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে তাঁর এই পোজে একাধিক ছবি চোখে পড়ে। তেমনই একটি ছবি হল এটি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে নিজের প্রিয় মাঠ বলে, প্রিয় পোজে এই ছবি তুলে পোস্ট করেছিলেন ভারতের স্পিনার। (ছবি-যুজবেন্দ্র চাহাল টুইটার)

চাহাল নিজেও জানেন, তাঁর এই সিগনেচার পোজ কতটা ভাইরাল হয়েছে। যুজবেন্দ্রর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে তাঁর এই পোজে একাধিক ছবি চোখে পড়ে। তেমনই একটি ছবি হল এটি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে নিজের প্রিয় মাঠ বলে, প্রিয় পোজে এই ছবি তুলে পোস্ট করেছিলেন ভারতের স্পিনার। (ছবি-যুজবেন্দ্র চাহাল টুইটার)

5 / 6
দেশের মাটিতে তো বটেই বিদেশে গিয়েও নিজের প্রিয় পোজে ছবি তুলতে ভোলেননি চাহাল। তিনি চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ড সফরে গিয়ে, বেড়াতে বেরিয়েও ওই পোজে ছবি তুলে, নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। (ছবি-যুজবেন্দ্র চাহাল টুইটার)

দেশের মাটিতে তো বটেই বিদেশে গিয়েও নিজের প্রিয় পোজে ছবি তুলতে ভোলেননি চাহাল। তিনি চলতি বছরের জুলাই মাসে ইংল্যান্ড সফরে গিয়ে, বেড়াতে বেরিয়েও ওই পোজে ছবি তুলে, নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। (ছবি-যুজবেন্দ্র চাহাল টুইটার)

6 / 6
চলতি টি২০ বিশ্বকাপে ভারত দুটি ম্যাচে খেলেছে। তার একটিতেও সুযোগ পাননি চাহাল। ডাচদের বিরুদ্ধে বাউন্ডারি লাইনের পাশে তাঁর বসে থাকার ছবি সকলকে মনে করিয়ে দিয়েছে ২০১৯ সালের কথা। তারপর নেটিজ়েনদের মন্তব্য, সালটা বদলে তো গিয়েছে, তবে চাহালের পোজে কোনও পরিবর্তন হয়নি। (ছবি-টুইটার)

চলতি টি২০ বিশ্বকাপে ভারত দুটি ম্যাচে খেলেছে। তার একটিতেও সুযোগ পাননি চাহাল। ডাচদের বিরুদ্ধে বাউন্ডারি লাইনের পাশে তাঁর বসে থাকার ছবি সকলকে মনে করিয়ে দিয়েছে ২০১৯ সালের কথা। তারপর নেটিজ়েনদের মন্তব্য, সালটা বদলে তো গিয়েছে, তবে চাহালের পোজে কোনও পরিবর্তন হয়নি। (ছবি-টুইটার)

Next Photo Gallery