বামেরা ছাড়ল ৩০ আসন, কথা চলছে কংগ্রেসের সঙ্গে: আব্বাস সিদ্দিকি

সৌরভ পাল

|

Updated on: Feb 26, 2021 | 4:47 PM

বামেদের (LEFT) সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ৩০টি ছাড়ছে সিপিআইএম (CPIM) সহ বাম শরিকরা। কথা চলছে কংগ্রেসের সঙ্গে।

বামেদের সঙ্গে আসন সমঝোতা সম্পূর্ণ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ৩০টি ছাড়ছে সিপিআইএম সহ বাম শরিকরা। কথা চলছে কংগ্রেসের সঙ্গে। সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানিয়েছেন আব্বাস সিদ্দিকি। তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডেও থাকতে পারেন। বক্তা হিসেবেও দেখা যেতে পারে তাঁকে, নিজেই জানিয়েছেন ফুরফরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি।