West Bengal Assembly Elections 2021 ।বাংলায় ৮ দফায় ভোট! জেনে নিন পুরো নির্ঘণ্ট

Debasmita Chakraborty

| Edited By: sreejayee das

Updated on: Feb 27, 2021 | 12:05 PM

দিল্লি থেকে ঘোষিত হল একুশের লড়াইয়ের নির্ঘণ্ট।

ভোটের ঢাকে পড়ল কাঠি। দিল্লি থেকে ঘোষিত হল একুশের লড়াইয়ের নির্ঘণ্ট। বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটের (West Bengal Assembly Elections 2021) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার ৮ দফায় ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে ভোট। ফল ঘোষণা ২ মে। বাংলার ইতিহাসে এই প্রথম এতগুলো দফায় ভোট হবে, যা সত্যিই নজিরবিহীন। বলছেন বিশ্লেষকরাই।

Published on: Feb 26, 2021 08:21 PM