পামেলাকাণ্ডে দুই বিজেপি নেতা শঙ্কুদেব এবং অনুপমকে নোটিস

সৌরভ পাল

|

Updated on: Feb 26, 2021 | 4:36 PM

পামেলাকাণ্ডে (Pamela Goswami) এবার নজরে শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda) ও অনুপম হাজরা (Anupam Hazra)।

পামেলাকাণ্ডে (Pamela Goswami) এবার নজরে শঙ্কুদেব পণ্ডা ও অনুপম হাজরা। সূত্রের খবর, শুক্রবারই কলকাতা পুলিশের তরফে নোটিস পাঠানো হয়েছে এই দুই বিজেপি নেতাকে। বৃহস্পতিবার পামেলা ও রাকেশ সিংকে জেরা করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপরই এই নোটিস বলে মনে করা হচ্ছে।

 

Published on: Feb 26, 2021 04:12 PM