মমতার পাল্টা? এবার স্কুটারে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

ishita marick

|

Updated on: Feb 26, 2021 | 4:37 PM

নবান্ন থেকে কালীঘাটে যাওয়ার পথে অনেকটা পথ নিজেই স্কুটার চালান তিনি। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এবার রাজ্যে এসে পাল্টা স্কুটারে বসে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)।

পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার স্কুটারযাত্রায় নজর কেড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাট থেকে নবান্নে এসেছিলেন ইলেকট্রিক স্কুটারে। তাঁকে স্কুটার চালিয়ে নিয়ে এসেছিলেন ফিরহাদ হাকিম। বাড়ি ফেরার পথেও স্কুটারেই বাড়ি ফেরেন তিনি। নবান্ন থেকে কালীঘাটে যাওয়ার পথে অনেকটা পথ নিজেই স্কুটার চালান তিনি। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই এবার রাজ্যে এসে পাল্টা স্কুটারে বসে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। শুধু বসলেনই, খানিকটা পথ স্কুটার চালালেনও তিনি। অন্যদিকে আজই তৃণমূল ভবনে মহাযজ্ঞ হচ্ছে। পৌরহিত্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেনিয়েও চর্চা চলছে রাজনৈতিক মহলে।

 

 

Published on: Feb 26, 2021 03:11 PM