রাজনীতিবিদদের এ সব দাওয়াই শুনে ভিরমি খাবে করোনাও!
সুমন মহাপাত্র |
Dec 11, 2020 | 7:15 PM
করোনার ভ্যাকসিন (COVID vaccine) আসা এখন সময়ের অপেক্ষা। তবে, তার আগে বেশ কিছু 'করোনার ওষুধ' বাতলে দিয়েছিলেন স্বঘোষিত কিছু 'বিজ্ঞানী'। সব বিষয়ে অবাধ বিচরণ তাঁদের। করোনার মতো মহামারী রোগকে তাড়াতে নানা টোটকার নির্দেশ দিয়েছিলেন তাঁরা।
1 / 7
করোনার ভ্যাকসিন (COVID vaccine) আসা এখন সময়ের অপেক্ষা। তবে, তার আগে বেশ কিছু 'করোনার ওষুধ' বাতলে দিয়েছিলেন স্বঘোষিত কিছু 'বিজ্ঞানী'। সব বিষয়ে অবাধ বিচরণ তাঁদের। করোনার মতো মহামারী রোগকে তাড়াতে নানা টোটকার নির্দেশ দিয়েছিলেন তাঁরা। তাঁদের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে সাধারণ মানুষ মনে যেমন বিভ্রান্ত তৈরি হয়েছিল, আঁতকে উঠেছিলেন চিকিৎসকরা। এ সব থোড়াই কেয়ার তাঁদের। সত্যিকারের ভ্যাকসিন আসার আগে জেনে নিন, করোনা করোনার দাওয়া বাতলে বিতর্ক তৈরি করেছিলেন।
2 / 7
ফাইল চিত্র
3 / 7
সুমন হরিপ্রিয়া, বিজেপি বিধায়ক: অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া দাবি করেছিলেন, করোনা আসলে একটি বায়ুবাহিত রোগ। এটা বুঝতে পেরে নিজের ভ্যাকসিন নিজেই বানিয়ে ফেলেছেন হরিপ্রিয়া দেবী। তাঁর দুটো ওষুধের একই উৎস, গরু! তাঁর বক্তব্য গোমূত্র আর গোবরের মাধ্যমে নাকি নিস্তার পাওয়া যায় করোনা সংক্রমণ থেকে। এতেই শেষ নয়, তিনি এমনও জানিয়ে ছিলেন, গোবর পুড়িয়ে সেই ধোয়া নাক দিয়ে নিলে নাকি করোনা মরে যাবে।
4 / 7
রামদাস আঠাওয়ালে, কেন্দ্রীয় মন্ত্রী: ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার নেতা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে চিনের কনসুলেট জেনারেল ও বৌদ্ধ সন্নাস্যীদের নিয়ে একটি মিছিল বের করেন। যেখানে তিনি স্লোগান দিতে থাকেন 'গো করোনা গো!' তখন অনেকেই কটাক্ষ করে বলেছিলেন মশাল হাতে 'গো করোনা গো' করলেই নিস্তার নেই করোনাভাইরাসের। পরে অবশ্য মন্ত্রী মশাই নিজেই জানিয়েছেন তাঁর মিছিলের একমাত্র উদ্দেশ্য ছিল করোনা সচেতনতা।
5 / 7
প্রজ্ঞা সিং ঠাকুর, বিজেপি সাংসদ: জীবানুনাশক, গোবর, গোমূত্র তো হয়েই ছিল। এবার অন্য দাবি করে বসলেন ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তিনি জানালেন, অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো পর্যন্ত রোজ ৫ বার হনুমান চালিশা পড়লেই রোখা যাবে করোনা সংক্রমণ। যদিও সে পুজো আগেই হয়ে গিয়েছে। তখন কেউ 'হনুমান চালিশা' পড়েছিলেন কিনা জানা যায়নি। তবে করোনা সংক্রমণ কমেনি বরং বেড়েছে।
6 / 7
অর্জুন রাম মেঘওয়াল, বিজেপি সাংসদ: ভাবা যায় করোনার ওষুধ কিনা পাপড়। তবে সে যেকোনও পাপড় নয়। এক এবং একমাত্র 'ভাবিজী পাপড়।' কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল দাবি করেছিলেন যে 'ভাবিজী পাপড়' খেলেই শরীরে সৃষ্টি হয়ে যাবে করোনার অ্যান্টিবডি। অর্থাৎ তাঁর মতে করোনার একমাত্র ওষুধ এই 'ভাবিজী পাপড়।' কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সকলকে পাপড় থেকে বললেও নিজেই করোনা আক্রান্ত হয়েছিলেন অর্জুন রাম মেঘওয়াল।
7 / 7
ফাইল চিত্র