সিপিএম-এর প্রার্থী তালিকায় তারকা-তারুণ্যের বড় চমক, কে কোথায় দাঁড়াবে?
নারায়ণগড় থেকে এবার সূর্যকান্ত মিশ্রের বদলে প্রার্থী হতে পারেন সিপিএমের যুবনেতা তাপস সিনহা।
নারায়ণগড় থেকে এবার সূর্যকান্ত মিশ্রের বদলে প্রার্থী হতে পারেন সিপিএমের (CPIM) যুবনেতা তাপস সিনহা। এছাড়া গতবারের ভোটে টালিগঞ্জ থেকে দাঁড়ানো এসএফআই নেত্রী মধুজা সেন রায়কে এবার ঝাড়গ্রামে প্রার্থী করা হতে পারে। পরিবর্তে টালিগঞ্জে এবার সিপিএমের প্রার্থী হচ্ছেন অভিনেতা দেবদূত ঘোষ। এছাড়া ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়নদেব মিত্র প্রার্থী হতে পারেন বরানগরে। হাওড়ার বালিতে সিপিএমের প্রার্থী হওয়ার জোরাল সম্ভাবনা এসএফআই-র সর্বভারতীয় নেত্রী দিপ্সিতা ধরের। এছাড়া তালডাঙায় অমিয় পাত্র, বাঁকুড়ার রানিবাঁধে দেবলীনা হেমব্রম, দেবপুরে রামেশ্বর দোলুই, মানিকতলায় রুপা বাগচি, বেলেঘাটায় রাজীব বিশ্বাস, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে সৈকত গিরির প্রার্থী হওয়া প্রায় চূড়ান্ত বলে আলিমুদ্দিন সূত্রে খবর।