ইডির হাতে গ্রেফতার অ্যালকেমিস্ট কর্তা কেডি সিং, দেখুন, দিনের সেরা ৯

ishita marick |

Jan 14, 2021 | 6:42 PM

ইডি সূত্রে খবর, ২৩৯ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনে অভিযুক্ত কেডি সিং। বুধবার এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে ডেকে পাঠায় ইডি। কিন্তু তাঁর কথায় অসঙ্গতি নজরে আসে। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়।

Follow Us

ইডির হাতে গ্রেফতার অ্যালকেমিস্ট কর্তা কেডি সিং। বুধবার দিল্লি থেকে গ্রেফতার করা হয় তৃণমূলের রাজ্যসভার এই প্রাক্তন সাংসদকে। আর্থিক দুর্নীতির মামলায় এদিনই তাঁকে ডেকে পাঠিয়েছিল ইডি। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পাওয়ায় এই গ্রেফতারি। কেডির উপর দীর্ঘদিন ধরেই নজরদারি চালাচ্ছিল ইডি। তাঁর সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে বাজার থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। দেখুন, দিনের সেরা ৯

ইডির হাতে গ্রেফতার অ্যালকেমিস্ট কর্তা কেডি সিং। বুধবার দিল্লি থেকে গ্রেফতার করা হয় তৃণমূলের রাজ্যসভার এই প্রাক্তন সাংসদকে। আর্থিক দুর্নীতির মামলায় এদিনই তাঁকে ডেকে পাঠিয়েছিল ইডি। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পাওয়ায় এই গ্রেফতারি। কেডির উপর দীর্ঘদিন ধরেই নজরদারি চালাচ্ছিল ইডি। তাঁর সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে বাজার থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। দেখুন, দিনের সেরা ৯

Next Article
পেয়ালা ভর্তি বিষ, জেনে শুনে পান করব? কৃষি আইন প্রত্যাহার নিয়ে হান্নান মোল্লা
অবরোধে আটকে গেল ভ্যাকসিন-কনভয়, মন্ত্রী ছুটলেন লাঠি হাতে!