অবরোধে আটকে গেল ভ্যাকসিন-কনভয়, মন্ত্রী ছুটলেন লাঠি হাতে!

ishita marick |

Jan 14, 2021 | 12:35 AM

শেষে পুলিসের মদতে কোনও রকমে গন্তব্যে পৌঁছল টিকা বোঝাই সেই ভ্যান। তবে এ দিনের অবরোধ ঘিরে জাতীয় সড়কের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Follow Us

পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কৃষি আইনের বিরোধিতা করেন পূর্ব বর্ধমানের গলসিতে। এই অবরোধের কারণে অনেকক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে যায় ও মানুষ এর বিরোধিতা করে। মন্ত্রী মশাইকে দেখা গেল লোকদের লাঠি দিয়ে পেটাতে।

 

পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কৃষি আইনের বিরোধিতা করেন পূর্ব বর্ধমানের গলসিতে। এই অবরোধের কারণে অনেকক্ষণ রাস্তা অবরুদ্ধ হয়ে যায় ও মানুষ এর বিরোধিতা করে। মন্ত্রী মশাইকে দেখা গেল লোকদের লাঠি দিয়ে পেটাতে।

 

Next Article