‘তৃণমূল উঠে যাবে’, কষ্টে বুক ফেটে যাচ্ছে মুকুলের

সৌরভ পাল |

Dec 24, 2020 | 11:14 PM

বর্তমানের জন্য প্রাক্তনকে কার্যত ‘নিঃস্ব’ করছেন মুকুল রায়।

‘তৃণমূল উঠে যাবে’, কষ্টে বুক ফেটে যাচ্ছে মুকুলের
ফাইল চিত্র

Follow Us

পূর্ব বর্ধমান: তৃণমূল ভাঙছে! দাঁড়িয়ে দেখছেন মুকুল রায়। কষ্ট হচ্ছে! কষ্ট হচ্ছে তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদকের। আটানব্বই সালে যে দলের রেজিস্ট্রেশন করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগদান করিয়েছিলেন, সেই মুকুল রায়ও বছর দুই হল তৃণমূলে নেই। একে একে দল ছেড়েছেন শোভন থেকে শুভেন্দু, বড় ছোট মাঝারি অনেক নেতাই। যাঁরা আছেন, তাঁরাও মাঝে মধ্যেই বেসুরো গান গাইছেন! যা দেখে মন খারাপ করছে মুকুল রায়ের। তৃণমূল এখন কার্যত ‘ভাঙা হাট’। প্রাক্তন দলের এই দুর্দিনে ভারাক্রান্ত মুকুল। আর সেকথা তিনি লুকিয়েও রাখেননি।

আরও পড়ুন: ‘লাল চুল কানে দুল, যুবা তৃণমূল’, ফিরহাদের জামাইকে বেনজির আক্রমণ শুভেন্দুর

এদিন পূর্ব বর্ধমানে বিজেপির যোগদান মেলা কর্মসূচিতে সামিল হয়ে মুকুল রায় বলেন, “তৃণমূল দলটা উঠে যাচ্ছে, এটা ভাবলেই আমার কষ্ট হয়।” স্মৃতিচারণা করে তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যোগদান করারও আগে আমি নির্বাচন কমিশনে গিয়ে তৃণমূল দলটার রেজিস্ট্রেশন করাই। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এসে দলে যোগ দিয়েছিলেন।”

আরও পড়ুন: লোকসভায় বিষ্ণুপুর থেকে তাঁকে জেতানোর কাজ করেছিলেন শুভেন্দুই, বিস্ফোরক স্বীকারোক্তি সৌমিত্রর

প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূল ছেড়েছেন ২০১৭ সালে। ওই বছর নভেম্বরেই দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় থেকেছেন পদবিহীন ভাবেই। সম্প্রতি সপ্তদশ লোকসভা নির্বাচনে দেশে তো বটেই, রাজ্যেও বিজেপির চমকপ্রদ ফলে পদপ্রাপ্তি ঘটে তাঁর। মুকুল রায়কে দলের সর্বভারতীয় সহ সভাপতি করেছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। এবার তাঁকে নেপথ্য রেখেই তৃণমূল ভাঙছে বিজেপি। ‘কষ্ট’ হলেও মুকুলও বর্তমানের জন্য প্রাক্তনকে কার্যত ‘নিঃস্ব’ করছেন।

Next Article