বিজেপি ক্ষমতায় এলে কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী?

সুমন মহাপাত্র

|

Updated on: Dec 18, 2020 | 11:53 PM

মুখ্যমন্ত্রী নির্বাচন করে দিলেন রাজ্যবাসীই

প্রশ্ন ছিল বিজেপি (BJP) ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবেন? মত জানালেন জনতা জনার্দন। কেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) হতে পারেন, কেন হবেন না মুকুল রায়! সব প্রশ্ন খোলসা হল জনতার আদালতে। কেউ আবার বললেন, “যেই হোক নতুন মুখ হলেই চলবে।” এক কথায় মুখ্যমন্ত্রী নির্বাচন করে দিলেন রাজ্যবাসীই।

Published on: Dec 18, 2020 01:43 PM