রাহুল গান্ধীই কি ফের কংগ্রেস প্রেসিডেন্ট? বিদ্রোহী ও অনুগতদের নিয়ে বৈঠকে সোনিয়া
কারা থাকছেন সোনিয়া গান্ধীর এই বৈঠকে? কেন এই বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ?
নয়া দিল্লি: বিদ্রোহীদের নিয়ে দশ জনপথে নিজের বাসভবনে বৈঠকে বসলেন কংগ্রেস (Congress) হাইকমান্ড সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। আগামীতে কংগ্রেসের নেতা নির্বাচন এবং দলীয় কোন্দলের সমাধান সূত্র খুঁজে বার করা, মূলত এই দুটি বিষয়কে সামনে রেখেই শনিবার আলোচনায় বসছেন সোনিয়া। সূত্রের খবর বিদ্রোহীদের সঙ্গে রুদ্ধাদ্বার বৈঠকে থাকবেন ‘গান্ধী অনুগতরাও’। দশ দিন ধরে টানা বৈঠক করবেন সোনিয়া গান্ধী। অগস্টে কংগ্রেস সভানেত্রীকে বিদ্রোহীদের চিঠি দেওয়ার পর এটাই প্রথম বৈঠক যেখানে নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন সোনিয়া। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা এই বৈঠক নিয়ে আশাবাদী। তিনি বলেন,“কংগ্রেসের ৯৯.৯৯ শতাংশ নেতাই চান রাহুল গান্ধীই (Rahul Gandhi) পার্টির সর্বোচ্চ নেতা হন।”
আরও পড়ুন – দেশে এক কোটি ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার
কারা থাকছেন সোনিয়া গান্ধীর এই বৈঠকে? কেন এই বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ? জেনে নিন টিভি নাইন বাংলার নাইন ফ্যাক্টস
এক. দশ জনপথে সোনিয়া গান্ধীর বৈঠক। ‘বিদ্রোহী’ এবং ‘অনুগত’ নেতাদের সঙ্গেই এই বৈঠকে থাকবেন রাহুল গান্ধী।
দুই. একে অ্যান্টনি, অশোক গহলৌত, অম্বিকা সোনির মতো গান্ধী পরিবারের ‘অনুগতরা’ এই বৈঠকে থাকবেন।
তিন. শশী থারুর, মণীশ তিওয়ারি, ভূপিন্দর সিং হুডা, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা ও পৃথ্বীরাজ চবনের মতো ‘বিদ্রোহী’ নেতারা সোনিয়া গান্ধীর ডাকা এই বৈঠকে সামিল হবেন।
চার. বৈঠকে থাকবেন পি চিদম্বরমও।
পাঁচ. হাইকমান্ডকে চিঠি লেখার পর এই প্রথম সোনিয়া গান্ধীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসছেন কংগ্রেসের বিদ্রোহী নেতারা। বৈঠক নিয়ে কংগ্রেস মুখপাত্র সূর্যেওয়ালার বক্তব্য, “আমরা কংগ্রেস পরিবার। সমস্যার সমাধান করে নেব। সদস্যরা শ্রেষ্ঠ ব্যক্তিকেই নেতা হিসেবে বেছে নেবেন।”
ছয়. ২০১৯ সালে লোকসভায় কংগ্রেসের ভরাডুবির পর দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। রাহুলের নেতৃত্ব ছাড়ার পর কর্নাটক ও মধ্য প্রদেশেও ক্ষমতা হারায় কংগ্রেস। বিহারেও দলের ফল আশাদায়ক হয়নি।
সাত. এই সময়ের মধ্যেই রাজস্থানে অশোক গহলৌত এবং সচিন পাইলটের দ্বন্দ্বে নতুন করে সমস্যার সম্মুখীন হয় কংগ্রেস।
আট. দলের বিপর্যয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন কপিল সিব্বলের মতো নেতাও। জনসমক্ষেই তিনি বলেন, “দলের আত্মবিশ্লেষণের প্রয়োজন।”
নয়. দলের বিপর্যয়ের পর পি চিদম্বরমও দলের আত্মবিশ্লেষণের কথা বলেছিলেন।