‘২১ দিনে করোনাযুদ্ধ জয় হয়নি, ধ্বংস হয়েছে লক্ষাধিক জীবন’, প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের
মার্চ মাসে করোনা সংক্রমণের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন, "মহাভারতের যুদ্ধ যেমন ১৮ দিনে জয় করেছিল পাণ্ডবরা, একইভাবে ২১ দিনেই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করবে দেশ।"
নয়া দিল্লি: দেশে করোনা সংক্রমণ (Coronavirus) এক কোটির গণ্ডি পার করতেই লকডাউন (Lockdown) নিয়ে ফের একবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ২১ দিনে করোনার বিরুদ্ধে যুদ্ধজয় তো হয়নি, বরং লক্ষাধিক মানুষের জীবন ধ্বংস হয়ে গিয়েছে লকডাউনের কারণে।”
প্রায় এক মাসেই ১০ লাখ মানুষ করোনা আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি পার করেছে। মার্চ মাসে করোনা সংক্রমণের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন, “মহাভারতের যুদ্ধ যেমন ১৮ দিনে জয় করেছিল পাণ্ডবরা, একইভাবে ২১ দিনেই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করবে দেশ।”
প্রধানমন্ত্রীর সেই আশ্বাসবাণীকেই কটাক্ষ করে রাহুল গান্ধী টুইট করে লেখেন,”দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি, প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে সংক্রমণে! প্রধানমন্ত্রী অপরিকল্পিত লকডাউন দ্বারা প্রতিশ্রুতি অনুযায়ী ২১ দিনে করোনার বিরুদ্ধে যুদ্ধ জয় করা যায়নি, বরং লক্ষাধিক মানুষের জীবন ধ্বংস হয়ে গিয়েছে।”
1 Crore covid infections with almost 1.5 lakh deaths!
The unplanned lockdown did not manage to ‘win the battle in 21 days’ as the PM claimed, but it surely destroyed millions of lives in the country.
— Rahul Gandhi (@RahulGandhi) December 19, 2020
আরও পড়ুন: রাহুল গান্ধীই কি ফের কংগ্রেস প্রেসিডেন্ট? বিদ্রোহী ও অনুগতদের নিয়ে বৈঠকে সোনিয়া
বিনা কোনও পরিকল্পনাতেই লকডাউন (Lockdown) জারি করায় প্রথম থেকেই বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে সরকার। সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার সময় আনলক প্রক্রিয়া (Unlock Phase) শুরু করাতেও একইভাবে সরকারের সমালোচনা করে বিরোধীরা। লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের (Migrant workers) দুর্দশার কথা উল্লেখ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বেশ কয়েকবার ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন। আজ ফের একবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আক্রমণের তির ছুড়লেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ হাজার ৫৯৯। সংক্রমণের কারণে এখনও অবধি মোট ১ লাখ ৪৫ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় বর্তমানে কিছুটা স্বস্তিতে রয়েছে সরকার। এখনও অবধি মোট ৯৫ লক্ষ ৫০ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে বিশ্ব, দেশকে প্রস্তুত থাকার বার্তা প্রধানমন্ত্রীর