করোনার মাঝেই কেরলে হানা সিগেলার, নয়া সংক্রমণে আক্রান্ত ৬, মৃত ১
দেশে করোনা সংক্রমণ যেমন কেরল থেকেই শুরু হয়েছিল, এই নতুন সংক্রমণও কেরলেই দেখা দিয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু, এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কোঝিকোড়: করোনার চোখ রাঙানির মাঝেই ভয় দেখাচ্ছে আরও এক সংক্রমণ। কেরলের (Kerala) কোঝিকোড়ে দেখা দিয়েছে সিগেলা (Shigella infection) নামক এক নতুন সংক্রমণ। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ছয় জন, মৃত্যু হয়েছে ১১ বছরের এক শিশুর। আরও ২০ জনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দেশে করোনা সংক্রমণ যেমন কেরল থেকেই শুরু হয়েছিল, এই নতুন সংক্রমণও কেরলেই দেখা দিয়েছে। আক্রান্তদের অধিকাংশই শিশু, এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সিগেলা সংক্রমণ কী?
চিকিৎসকের জানিয়েছেন, সিগেলা নামক একধরনের ব্যাকটেরিয়া থেকেই এই সংক্রমণ ছড়ায়। এই সংক্রমণের প্রধান উপসর্গ হল ডায়েরিয়া (diarrhea), জ্বর ও পেট ব্যাথা। তবে আক্রান্ত কয়েকজনের মধ্যে কোনও উপসর্গই দেখা যায় না। মূলত জল ও খাবার থেকেই এই ব্যকটেরিয়া সংক্রমণ ছড়ায়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনদিনের বেশী সময় ধরে যদি ডায়েরিয়া সহ অন্যান্য উপসর্গগুলি থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কোঝিকোড়ে (Kozhikode) মূলত কোট্টাপারামবু (Kottaparambu) ওয়ার্ডেই সীমিত রয়েছে এই সংক্রমণ। কোঝিকোড়ের স্বাস্থ্য আধিকারিক জানান, মেডিক্যাল কলেজে ছয়জন রোগীর মলের নমুনা পরীক্ষা করে সিগেলা সংক্রমণ ধরা পড়েছে। এছাড়াও ২০ জনের সামান্য উপসর্গ রয়েছে, তাদেরও নমুনা পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য আধিকারিকরা সপ্তাহন্তেই মেডিক্যাল ক্যাম্প বসাবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘২১ দিনে করোনাযুদ্ধ জয় হয়নি, ধ্বংস হয়েছে লক্ষাধিক জীবন’, প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের
ডায়েরিয়া থেকে সিগেলা সংক্রমণকে আলাদা করবেন কী করে?
সাধারণ ডায়েরিয়ার মতোই যাবতীয় উপসর্গ থাকলেও সিগেলার ক্ষেত্রে উপসর্গগুলি আরও জোরদার হয় এবং রোগীদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়।
সংক্রামিতদের মধ্যে চারজন বাদে সকলেই শিশু। এক-দুজন বাদ ছাড়া বাকিদের চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।
আরও পড়ুন: দেশে এক কোটি ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার