কলকাতা : হাল ফিরছে শেয়ার মার্কেটের। গত সপ্তাহ থেকে একাধিক শেয়ারের দামে বড় ঊর্ধ্বগতি দেখতে পাওয়া গিয়েছে। আদানি গ্রুপের শেয়ারে বিনিয়োগ করে বড় লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। এবার টাটা গ্রুপের শেয়ারে (Tata Group Share) বিনিয়োগ করে একবারে ২৪০ কোটি টাকার লাভ ঘরে তুললেন রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala) নামে এক মহিলা। টাইটান কোম্পানি, টাটা মোটরস এবং ইন্ডিয়ান হোটেল কোম্পানিতে বিনিয়োগ করেই এই বড় লাভের মুখ দেখেছেন তিনি।
২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য টাইটান কোম্পানির শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুসারে, রেখা ঝুনঝুনওয়ালার হাতে ৪ কোটি ৫৮ লক্ষ ৯৫ হাজার ৯৭০টি শেয়ার রয়েছে। শুক্রবার টাইটানের শেয়ার মূল্য ৪১.০৫ টাকা করে বেড়ে যায়। তাতেই রেখা ঝুনঝুনওয়ালার লাভ হয়েছে ১৮৮.৫০ কোটি টাকা। অন্যদিকে টাটা মোটর থেকেও বড় লাভ ঘরে তুলেছেন তিনি। ২০২৩ সালের শেষ ত্রৈমাসিকে রেখার হাতে টাটা মোটর্সের ৫ কোটি ২২ লক্ষ ৫৬ হাজার শেয়ার। শুক্রবার টাটা মোটর্সের শেয়ার মূল্য ৭.৪০ টাকা করে বেড়ে যায়। তাতে রেখা দেবীর লাভ হয় ৩৮.৬৬ কোটি টাকা।
একইসঙ্গে ইন্ডিয়ান হোটেল কোম্পানিতে বিনিয়োগ করেও ১১ কোটির বেশি কামিয়ে নিয়েছেন রেখা দেবী। তাঁর হাতে এই সংস্থার ৩ কোটি ১৬ হাজার ৯৬৫টি শেয়ার ছিল বলে জানা যায়। যা এই কোম্পানির মোট শেয়ারের ২.১১ শতাংশ। শুক্রবার বড় লাভ দিয়েছে ইন্ডিয়ান হোটেল কোম্পানির শেয়ারও। শেয়ার প্রতি মূল্য বৃদ্ধি হয়েছে ৩.৮৫ টাকা। তাতেই রেখা দেবীর ঘরে ঢুকেছে ১১.৫৫ টাকা।