AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaastu Tips: নতুন বাড়ির মুখ কোন দিকে হওয়া শুভ? জেনে রাখুন আগেই

Astro Rules: বাস্তু শাস্ত্র বলছে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত বাড়ির সদর দরজাটা কোন দিকে। সদর দরজা ভুল দিকে হলে কিন্তু হতে পারে বড় ক্ষতি। জানেন কোনদিকে হওয়া উচিত বাড়ির সদর দরজা? কী বলছে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র?

Vaastu Tips: নতুন বাড়ির মুখ কোন দিকে হওয়া শুভ? জেনে রাখুন আগেই
| Updated on: Jul 29, 2025 | 4:26 PM
Share

নতুন ফ্ল্যাট বা বাড়ির কেনার প্ল্যান করছেন? মাথা গোজার নতুন ছাদ কেনার আগে স্বাভাবিক নিয়মেই অনেক বিষয়ে নজর দিতে হয়। কোথায় কিনবেন? সেখানকার যোগাযগ ব্যবস্থা কেমন? বিল্ডার্স কারা? এমন নানা তথ্যের দিকে নজর দিতে হয়। এই সবের মাঝে অনেকেই বাস্তুর দিকে খেয়াল রাখতে ভুলে যান। যা কিন্তু একেবাচ্রে উচিত নয়। বরং এই দিকটায় বেশি করে খেয়াল রাখা উচিত। বাস্তু শাস্ত্র বলছে নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত বাড়ির সদর দরজাটা কোন দিকে। সদর দরজা ভুল দিকে হলে কিন্তু হতে পারে বড় ক্ষতি। জানেন কোনদিকে হওয়া উচিত বাড়ির সদর দরজা? কী বলছে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র?

বাস্তু মতে সদর দরজার সঠিক দিকে থাকলে সৌভাগ্য, স্বাস্থ্য, আর্থিক উন্নতি ও মানসিক শান্তি বজায় থাকে। ভুল দিকে দরজা হলে দেখা দিতে পারে অসুখ, ঝামেলা, আর্থিক ক্ষতি বা পারিবারিক অশান্তির মতো নানা সমস্যা।

সদর দরজার জন্য কোন দিক শুভ?

১। পূর্ব দিক – সূর্য ওঠে পূর্ব দিকে, তাই এই দিকটি জ্ঞান, আলো, শুভ শক্তির প্রতীক। বাড়ির মুখ যদি পূর্ব দিকে হয়, তা হলে সৌভাগ্য, সুনাম এবং সন্তানদের উন্নতি হয়। পূর্বমুখী দরজা অফিসার, শিক্ষক, প্রশাসনিক পেশার জন্য উপযুক্ত।

২। উত্তর দিক – এই দিক অর্থ ও সম্পদের দেবতা কুবেরের দিক। তাই উত্তরমুখী দরজা আর্থিক উন্নতি এবং ব্যবসায় সাফল্য এনে দেয়। বাণিজ্যিক কারণে নেওয়া ফ্ল্যাট বা ব্যবসায়ীদের জন্য এটি সবচেয়ে শুভ দিক।

৩। উত্তর-পূর্ব – এই দিকটি সবচেয়ে পবিত্র বলে ধরা হয়। এতে আধ্যাত্মিকতা, মানসিক শান্তি, জ্ঞান এবং স্বাস্থ্য বজায় থাকে। তবে দরজা একদম কোণে না রেখে কিছুটা ভিতরের দিকে রাখা উচিত।

৪। পশ্চিম – যদি দরজার অবস্থান পশ্চিমে হয়, তবে সেটা বাস্তুদোষমুক্ত হতে হবে। পশ্চিম দরজা সাধারণত কর্মজীবনে ধীর সাফল্য দেয়, তবে আর্থিক স্থিতি থাকে।

কোন দিকে দরজা করা উচিত নয়?

১। দক্ষিণ – এই দিকটি বাস্তুতে সাধারণত অশুভ হিসেবে ধরা হয়। এতে দুর্ঘটনা, শারীরিক সমস্যা বা আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। যদি দক্ষিণমুখী দরজা রাখতে হয়, তবে প্রতিকার করার প্রয়োজন থাকে।

২। দক্ষিণ-পশ্চিম – এই কোণ বসবাসের জন্য শুভ, কিন্তু দরজার জন্য একেবারেই অনুপযুক্ত। এতে পারিবারিক অশান্তি ও স্থায়িত্বের ঘাটতি দেখা দিতে পারে।

এছাড়াও মনে রাখবেন সদর দরজার সামনে জুতো বা আবর্জনা রাখা একেবারেই উচিত নয়। দরজার উপরে নামপ্লেট থাকা উচিত, এটি সৌভাগ্য বয়ে আনে। দরজার দু’পাশে গণেশ ও লক্ষ্মীর ছবি থাকলে ইতিবাচক শক্তি প্রবাহ বাড়ে। নিয়মিত দরজার চৌকাঠ পরিষ্কার রাখা উচিত।