AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aja Ekadashi 2023: রবি পুষ্য-সহ ২ বিরল যোগ, অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভের জন্য কবে এই একাদশী পালন করবেন?

Aja Ekadashi Fast: হিন্দুদের বিশ্বাস, অজয়া একাদশীর উপবাস করলে ভক্তরা বৈকুণ্ঠ লাভ করেন। শুধু তাই নয়, এই একাদশীর ব্রতপাঠ শুনলেও পাপ থেকে মুক্ত পাওয়া যায়। অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায়।

Aja Ekadashi 2023: রবি পুষ্য-সহ ২ বিরল যোগ, অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভের জন্য কবে এই একাদশী পালন করবেন?
| Edited By: | Updated on: Sep 02, 2023 | 1:46 PM
Share

ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে, প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অজা একাদশী উপবাস পালন করা হয়। ভাদ্রের কৃষ্ণপক্ষীয়া একাদশী সাধারণত অন্নদা বা অজা বলে পরিচিত। এই গুরুত্বপূর্ণ তিথি আসলে সর্বপাপবিনাশিনী। এদিন ব্রত-উপবাস পালন করলে সর্বপাপ মুক্ত হওয়া যায়। হিন্দুদের বিশ্বাস, অজয়া একাদশীর উপবাস করলে ভক্তরা বৈকুণ্ঠ লাভ করেন। শুধু তাই নয়, এই একাদশীর ব্রতপাঠ শুনলেও পাপ থেকে মুক্ত পাওয়া যায়। অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায়। এই তথ্য শাস্ত্রেও উল্লেখ করা রয়েছে।

একাদশী মানেই পরম পবিত্র এক ব্রত। সব ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই উপবাসে শ্রী হরি বিষ্ণুর আরাধনা করা হয়। এবছর অজয়া একাদশীর দিন রবি পুষ্য-সহ দুটি শুভ যোগ তৈরি হতে চলেছে। ফলে এই একাদশীর গুরুত্ব আরও দ্বিগুণ হতে চলেছে। অজা একাদশী কখন পালন করবেন? আজা একাদশী পুজোর মুহুর্ত, তা জানুন আগেভাগে।

উপবাসের তারিখ ও শুভ সময়

পঞ্চাঙ্গ অনুসারে, এ বছর ভাদ্রপদ কৃষ্ণ একাদশীর অজা একাদশী উপবাসের তিথি শুরু হতে চলেছে। শনিবার অর্থাত্‍ ৯ সেপ্টেম্বর সন্ধ্যে ৭টা ১৭ মিনিট থেকে শুরু এই একাদশী তিথির শুভ সময়। ১০ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এই উপবাসের তিথি।

অজা একাদশী উপবাস কখন পালন করা হবে?

উদয়তিথিকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর রবিবার অন্নদা একাদশীর উপবাস পালিত হবে। ওই দিন শ্রীহরির আরাধনা করে অজয়া একাদশীর উপবাসের ব্রতপাঠ পালন করা হয়।

পুজো মুহুর্ত কখন?

অজা একাদশী উপবাসের পূজার সময় সকাল ৭টা ৩৭ মিনিট থেকে শুরু হবে। এদিনে উপবাস করবেন বলে যারা মনস্থির করেছেন, তারা সকাল ০৭:৩৭ মিনিট থেকে দুপুর ১২টা ১৮ মিনিটের মধ্যে যেকোনও সময় অজয়া একাদশীর পুজো করতে পারেন। এ সময়ে লাভ-উন্নতি মুহুর্ত সকাল ৯টা ১১মিনিট থেকে ১০টা ৪৪মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে। অমৃত-সর্বোত্তম মুহুর্ত পালন করা হবে ১০টা ৪৪ মিনিট থেকে দুপুর ১২টা ১৮ মিনিট পর্যন্ত।

রবি পুষ্য-সহ ২ শুভ যোগে অন্নদা একাদশী

এ বছর, অজা একাদশীর দিনে, ২ শুভ যোগ, রবি পুষ্য যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হতে চলেছে। সন্ধ্যে ৫টা ৬ মিনিট থেকে ৫টা ৬ মিনিট থেকে পরের দিন সকাল ৬টা ৪ মিনিট পর্যন্ত রবি পুষ্য যোগ গঠিত হতে চলেছে। এখানেই শেষ নয়, সর্বার্থ সিদ্ধি যোগ ঘটবে ১০ সেপ্টেম্বর বিকেল ৫টা ৬ মিনিট থেকে ১১ সেপ্টেম্বর সকাল ৬টা ৪ মিনিট পর্যন্ত। এই দুটিই যোগের কারণে শুভ বলে মনে করা হয়।

অজা একাদশীর উপবাস কখন পালন করবেন?

১১ সেপ্টেম্বর, সোমবার, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেষ হবে অজা একাদশীর উপবাস। সেদিন, সকাল ৬ টা ৪ মিনিট থেকে ৮টা ৩৩ মিনিটের মধ্যে যে কোনও সময় উপবাস ভঙ্গ করতে পারেন। ওইদিন দ্বাদশী তিথি রাত ১১.৫২ মিনিট পর্যন্ত চলবে।

তাত্‍পর্য

অন্নদা একাদশীর উপবাস করলে মানুষের সমস্ত পাপমোচন হয়। ভগবান বিষ্ণুর আশীর্বাদে একজন ব্যক্তি মোক্ষ লাভ করেন। একজন ব্যক্তি জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর পায়ের কাছে স্থান পায়।