চাকরির ক্ষেত্রে উন্নতি চান! বাড়ির এই দিকে রাখুন অ্যালোভেরা গাছ
অ্যালোভেরা গাছ সাধারণত রূপচর্চার কাজে লাগে, এমন ধারণায় একটি টবে যত্ন করে বড় করেন। অ্যালোভেরা শুধু সৌন্দর্য বৃদ্ধিতেই নয়, বাস্তু নিয়ম অনুসারে অ্যালোভেরাতে কেটে যায় বহু বাস্তুদোষ। বাড়ির কোনদিকে রাখলে বিশেষ উপকার হয়, তা জেনে নিন এখানে…

বাস্তু নিয়ম মেনে অনেকেই সাধের বাগানে গাছ গালান। বর্তমানে স্বপ্নপরী ফ্ল্যাটের একচিলতে বারান্দায় সুন্দর সুন্দর গাছ লাগিয়ে নিজের সখ পূরণ করেন। তুলসী তো থাকেই, থাকে মানি প্ল্যান্টও। এছাড়া অ্যালোভেরা গাছও অনেকে লাগান। অ্যালোভেরা গাছ সাধারণত রূপচর্চার কাজে লাগে, এমন ধারণায় একটি টবে যত্ন করে বড় করেন। অ্যালোভেরা শুধু সৌন্দর্য বৃদ্ধিতেই নয়, বাস্তু নিয়ম অনুসারে অ্যালোভেরাতে কেটে যায় বহু বাস্তুদোষ। বাড়ির কোনদিকে রাখলে বিশেষ উপকার হয়, তা জেনে নিন এখানে…
বাস্তু মতে উপকারিতা
অ্যালোভেরা গাছ সঠিক দিকে লাগালে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। সেই সঙ্গে নেতিবাচক শক্তিও ঘর থেকে বেরিয়ে যায়। শুধু তাই নয়, পজিটিভ শক্তিও বাড়তে থাকে পরিবারে। বাস্তুশাস্ত্রে অনুসারে, বাড়িতে অ্যালোভেরা লাগালে সম্পর্ক ভাল থাকে, কেরিয়ারে উন্নতি, ধন, পদোন্নতি ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। সাফল্যের পথে সব ধরনের বাধা দূর করতে এই গাছটি দারুণ উপকারী।
অ্যালোভেরা কোথায় ও কোন দিকে রাখবেন
বাস্তু মতে, অ্যালোভেরা গাছটি যদি সঠিক দিকে রোপণ করা হয়, তাহলেই পাবেন অনেক উপকার। কর্মক্ষেত্রে উন্নতির জন্য বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরার গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকেও অ্যালোভেরার গাছ লাগাতে পারেন। তবে বাস্তু যদি মেনে চলেন তাহলে দক্ষিণপূর্ব দিক হল অ্যালোভেরা লাগানোর জন্য উপকারী। অন্যদিকে, বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরার গাছ লাগালে মনে সুখ ও শান্তি বজায় থাকে।
