Saraswati Puja 2024: নতুন বছরে সরস্বতী পুজো হবে ‘এক্সট্রা স্পেশাল’! পঞ্চাঙ্গ মতে, পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় থাকবে কতক্ষণ?
Saraswati Puja 2024: এদিন কমবয়সি ছেলেমেয়েরা হলুদ রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে ঠাকুর যেমন দেখে, তেমনি মনের মানুষকে খুঁজে পাওয়ারও চাহিদা তৈরি হয়। বলা হয়, সরস্বতী পুজোর দিন বাঙালিদের কাছে একটি বিশেষ দিন। এদিনকে বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও বলা হয়ে থাকে। তাই নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরস্বতী পুজো কবে পালিত হতে চলেছে, তা পঞ্চাঙ্গ মতে জেনে নেওয়া ভাল।

হিন্দুধর্মে (Hinduism) সরস্বতীদেবীকে (Goddess Saraswati) জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার প্রতীক বলে মনে করা হয়। তাই সরস্বতীকে কেন্দ্র করে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার (Bengali Calender) মতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পুজো করা হয়। এই তিথিকে শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্পকলা কেন্দ্রে সরস্বতীর আরাধনা করার চল রয়েছে। এদিন কমবয়সি ছেলেমেয়েরা হলুদ রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে ঠাকুর যেমন দেখে, তেমনি মনের মানুষকে খুঁজে পাওয়ারও চাহিদা তৈরি হয়। বলা হয়, সরস্বতী পুজোর দিন বাঙালিদের কাছে একটি বিশেষ দিন। এদিনকে বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও বলা হয়ে থাকে। তাই নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরস্বতী পুজো কবে পালিত হতে চলেছে, তা পঞ্চাঙ্গ মতে জেনে নেওয়া ভাল।
বসন্ত পঞ্চমী ২০২৪ শুভ সময়
১৪ ফেব্রুয়ারি, ২০২৪ বুধবার পালিত হবে বসন্ত পঞ্চমী।
পঞ্চমী তিথি শুরু – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, দুপুর ২টো ৪১ মিনিটে,
পঞ্চমী তিথি শেষ হয় – ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, দুপুর ১২টা ৯ মিনিটে,
সরস্বতী পূজার মুহুর্ত – সকাল ৭টা ১ মিনিট থেকে বেলা ১২টা ৩৫ মিনিট,
সময়কাল : ৫ ঘন্টা ৩৫ মিনিট
বসন্ত পঞ্চমী মধ্যাহ্ন মুহূর্ত-বেলা ১২টা ৩৫ মিনিট
পুজো পদ্ধতি
সরস্বতী পুজোর দিন যদি পুষ্পাঞ্জলি দেন, তাহলে ভোরবেলায় সকালে ঘুম থেকে উঠে স্নান করা ইত্যাদি। শুদ্ধ হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে পুজো করা উচিত। রীতি অনুসারে, সরস্বতী পুজোর সময় সরস্বতী মূর্তিকে হলুদ রঙের বস্ত্র নিবেদন করা উচিত। এছাড়া চন্দন, হলুদ, কেশর বা সাদা ফুল, হলুদ মিষ্টি ও অক্ষত নিবেদন করতে পারেন। এখন পুজোর স্থানে বাদ্যযন্ত্র ও বই রেখে দেওয়া রীতি রয়েছে। রীতি অনুসারে, এদিন উপবাস রেখে জ্ঞানের দেবীকে আরাধনা করেন পড়ুয়ারা।
দেবী সরস্বতীকে নিবেদন করুন
ধর্মীয় বিশ্বাস অনুসারে, দেবী সরস্বতীকে শুধুমাত্র হলুদ বা সাদা খাবার নিবেদন করা উচিত। এদিনে খিচড়ি বা ক্ষীর প্রসাদ নিবেদন করুন। ওই প্রসাদ সাধারণের মধ্যে বিলি করা নিয়ম। এছাড়া পুজোর সময় ভোগ হিসেবে রাজভোগ, বোঁদে বা লাড্ডুও দেওয়া যেতে পারে।
