ফেব্রুয়ারি মানেই বসন্ত, আর বসন্ত মানেই প্রেম। আর এবছর প্রেম দিবসের দিনই পালিত হবে বাঙালির অন্যতম জনপ্রিয় উত্সব, সরস্বতী পুজো। এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকে ছোট থেকে বড়রা। বিশেষ করে পড়ুয়ারা। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয় দেবী বন্দনা। আর সরস্বতী পুজো মানেই বর্তমানে দোকানে দোকানে ছেয়ে গিয়েছে ছোটদের শাড়ি ও পাঞ্জাবি- পায়জামা। বসন্ত মানেই রঙিন, আর রঙিন জামা মানেই হলুদ রঙ। সরস্বতী পুজোর সঙ্গে হলুদ রঙের একটি আলাদাই সম্পর্ক রয়েছে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক রীতিও।
সরস্বতী পুজোর সময় হলুদ রঙের পোশাক পরা একটি প্রাচীন প্রথা। বসন্ত পঞ্চমীর দিন হলুদ রঙের পোশাক পরে পড়ুয়ারা স্কুল-কলেজে ঠাকুর দর্শনের জন্য যায়। হলুদ রঙ হল সমৃদ্ধি, আলো ও পজিটিভ শক্তির প্রতীক। বসন্তের অপর নামও হল হলুদ। আর এই হলুদ রঙ হল আগামীর বিশেষ বার্তা বহন করে। অন্তরাত্মাকে শান্ত করতে ও নিয়ন্ত্রণ করারও প্রতীক হল এই হলুদ বা বাসন্তী রঙ।
শুধু তাই নয়, শাস্ত্রমতে, বাগদেবীর প্রিয় রঙ হল হলুদ। হলুদ বা বাসন্তী রঙের ফুলের মালা, ফুল ও চাল, পোশাক পরতে পছন্দ করেন। তাই হলুদ রঙের পোশাক পরিধান করলে সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া হলুদ রঙ হল বন্ধুত্বের প্রতীক। সুস্বাস্থ্যেরও প্রতীক বটে। শীত পেরিয়ে বসন্তের শুরুতে নতুন দিশার আলো বোঝাতে এই হলুদ রঙ ব্যবহার করা হয়।