Buddha Purnima 2022: আজ বুদ্ধ পূর্ণিমা, সুখ-সমৃদ্ধি পেতে নারায়ণের সঙ্গে কার পুজো করবেন?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

May 15, 2022 | 7:17 PM

Happy Buddha Purnima 2022: এইদিন বৌদ্ধ মন্দিরগুলিতে যেমন দিনরাত উপাসনা চলে তেমনই বাড়িতে বাড়িতে হয় নারায়ণের পুজো। সিন্নি, দুধ, কেশর সহযোগে দেওয়া হয় বিশেষ পুজো

Buddha Purnima 2022: আজ বুদ্ধ পূর্ণিমা, সুখ-সমৃদ্ধি পেতে নারায়ণের সঙ্গে কার পুজো করবেন?
বুদ্ধ পূর্ণিমায় করুন বিশেষ আরাধনা

Follow Us

Buddha Purnima 2022 Date And Timing: হিন্দু বর্ষপঞ্জী অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমা হল বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত। বিশ্বজুড়েই এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়। এই তিথি বুদ্ধদেবের আর্বিভাব দিবস হিসেবে উল্লেখ রয়েছে ইতিহাসে। বৈদিক সাহিত্য মতে, ভগবান বুদ্ধ বিষ্ণুরই আর এক অবতার। পৃথিবী থেকে হিংসা, অসহিষ্ণুতা চিরতরে মুছে দিতে আর্বিভাব হয়েছিল বুদ্ধের। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকে সেই বার্তাই দিয়েছেন তিনি। ইতিহাস বলে সিদ্ধার্থ গৌতম বর্তমান নেপালের লুম্বিনীতে ৫৬৩ সাল নাগাদ জন্মগ্রহণ করেছিলেন। হিসেব মতো এবার বুদ্ধের ২৫৮৪ তম জন্মদিন পালন করা হবে। বৈশাখ মাসের এই বড় পূর্ণিমায় প্রচুর বাড়িতে পুজো হয়। গৃহপ্রবেশের পুজোর পাশাপাশি এদিন অনেকেই তুলসী মঞ্চে পুজো করেন। এছাড়াও যে সব বাড়িতে নারায়ণ রয়েছে সেই সব বাড়িতে এই দিনটিতে বিশেষ পুজো-পাঠ হয়। ১৫ মে অর্থাৎ রবিবার পূর্ণিমা তিথি শুরু হয়েছে বেলা ১১ টা থেকে। পরদিন দুপুর ২.২০ মিনিট পর্যন্ত থাকবে।

এদিন অনেকেই বুদ্ধের মন্দিরে গিয়ে বিশেষ উপাসনা করেন। গরীবদের খাওয়ান। এছাড়াও বাড়িতে বাড়িতে হয় পূর্ণিমার পুজো। বুদ্ধের সামনে এদিন একমনে প্রার্থনা করলে নির্বাণ বা মোক্ষ লাভ করা যায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির যেমন বিশেষ গুরুত্ব রয়েছে তেমনই হিন্দুমতেও এই বৈশাখী পূর্ণিমা বিশেষ তাৎপর্যপূর্ণ।  আর তাই এদিন বুদ্ধর পাশাপাশি আরও যাঁদের আরাধনা করবেন-

বৈশাখী পূর্ণিমাতে বিষ্ণু বা নারায়ণের পুজো করা হয় অনেক বাড়িতেই। হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। সেই সঙ্গে চন্দ্রদেবেরও পুজো করা হয় এই দিনে। কথিত আছে এদিন একসঙ্গে এই তিন দেবতার পুজো করলে মনস্কামনা পূরণ হয়। সব বিপদ থেকেও উদ্ধার পাওয়া যায়। এদিন কাঁচা দুধ, মধু মিশিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে আকন্দের মালা আর ফল দিয়ে পুজো দেবার কথা বলা রয়েছে শাস্ত্রে। বলা হয় এতে গৃহস্থের মঙ্গল হয়। এছাড়াও বাড়িতে অশত্থ গাছ থাকলে তাতে লাল চেলি দিয়ে মুড়ে ফুল-ধুপ দিয়ে পুজো করুন। এদিন বাড়িতে আগমন হয় মা লক্ষ্মীর। তাই তুলসি গাছেও ফুল জল দিয়ে পুজো সারুন। বাড়ির নারায়ণকে তুলসি দিন। দিতে পারেন সিন্নি প্রসাদও। বাড়ির প্রবেশদ্বার এদিন আমপাতা দিয়ে সাজিয়ে নিন। বজায় থাকবে দাম্পত্যয় সুখ।

হিন্দু ধর্মে বৈশাখী পূর্ণিমার বিশেষ গুরুত্ব

বৈশাখ মাস খুব শুভ মাস হিসেবেই ধরা হয়। এমাসে তুলসির সঙ্গে নারায়ণের বিবাহ হয়েছিল। তাই বৈশাখ মাসে বিয়ে হলে কিংবা বিয়ের প্রস্তুতি পর্ব শুরু করতে পারলে আজীবন বজায় থাকে দাম্পত্য সুখ।

Next Article