Kali Puja 2022: এবছর কালীপুজো কবে পড়েছে? জানুন শ্যামা পুজোর নির্ঘণ্ট

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 07, 2022 | 6:05 AM

Kali Puja in Bengal: প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজোর বিশেষ পুজো হয়ে থাকে। রয়েছে নানা পৌরাণিক কাহিনিও।

Kali Puja 2022: এবছর কালীপুজো কবে পড়েছে? জানুন শ্যামা পুজোর নির্ঘণ্ট

Follow Us

দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পরই কালীপুজো। দুর্গাপুজোর পরই কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শ্যামা পুজো পালিত হয়। শক্তির সাধনাতেই মোক্ষ ও মুক্তি। শাক্তমতে বাঙালিরা এই দিন কালীপুজো করে থাকেন। ঘরে ও মন্দিরে প্রতিষ্ঠিত কালীমূর্তির নিত্যপুজো হয়ে থাকলেও এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। আলোকসজ্জা ও আতসবাজির রোশনাইয়ে সারা দিক যেন আলোকময় হয়ে ওঠে সেদিন। নিকষ কালো আকাশের নীচে উজ্জ্বল একখণ্ড ভূখণ্ড। শক্তির আরাধনার এক রূপ দেবী চণ্ডীর পুজো করা হয় এদিন। তবে হিন্দু ধর্মে কালীরও বিভিন্ন রূপ রয়েছে। তাদেরও এদিন পুজো করার নিয়ম। সারা রাত্রিব্যাপী কালীপুজোর আয়োজন করা হয়। এবার কালী পুজো কবে পড়েছে তা জেনে নিন এখানে।

বাঙালির কাছে দীপাবলি নয় দীপান্বিতা কালীপুজোর গুরুত্ব অনেক বেশি। কালী পুজো মানেই আলোর রোশনাইয়ের উত্‍সব। প্রত্যেক বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজোর বিশেষ পুজো হয়ে থাকে। রয়েছে নানা পৌরাণিক কাহিনিও। এই তিথি ছাড়াও মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী ও জ্যৈষ্ঠমাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপুজোও বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ।

কালীপুজোর দিন কালী মূর্তি ছাড়াও লক্ষ্মীপুজোও করেন অনেকে। এছাড়া দীপাবলিতে লক্ষ্মী ও গণেশের একসঙ্গে পুজো করা হয়ে থাকে। এ বছর কালী পুজো কবে, তা জেনে নিন…

আগামী ২৪ অক্টোবর , সোমবার পড়েছে দ্বীপান্বিতার পুজো। ২৪ অক্টোবরের সন্ধ্যে ৪ টে ৫৭ মিনিট থেকে ২৫ অক্টোবর ৪টে ২৬ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। অমৃত যোগ পড়েছে সকাল ৭টা ২০ মিনিট থেতে রাত্রি ৩ ১৬ মিনিট পর্যন্ত।

Next Article
Lakshmi Puja 2022: শারদ পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করলেই দ্বিগুণ বাড়বে ধনসম্পত্তি! তার জন্য ঘরেই করুন এই ছোট্ট কাজ
Shukra Pradosh Vrat 2022: দাম্পত্য জীবনে শান্তি আনতে প্রদোষকালে শিবের আরাধনা করা শুভ! পুজোবিধি ও প্রতিকার জানুন