AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Devshayani Ekadashi 2024: জুলাইয়ের এই তারিখ থেকে ৪ মাস যোগনিদ্রায় বিষ্ণু! ৫ শুভ যোগে অসাধারণ ফল পেতে কী কী ভুলেও করবেন না?

Vrat and Fasting: দেবশয়নী একাদশীতে ঘটতে চলেছে এক অলৌকিক ঘটনা। মোট ৫টি শুভ যোগ ঘটতে চলেছে এদিন। ফলে দেবশয়নী উপবাস ও একাদশীর ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। তাই এদিনের একাদশীর শুভ মুহূর্ত কখন ও কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে, তা জেনে নেওয়া উচিত।

Devshayani Ekadashi 2024: জুলাইয়ের এই তারিখ থেকে ৪ মাস যোগনিদ্রায় বিষ্ণু! ৫ শুভ যোগে অসাধারণ ফল পেতে কী কী ভুলেও করবেন না?
| Updated on: Jul 10, 2024 | 1:55 PM
Share

হিন্দু ক্যালেন্ডার মতে, আগামী ১৭ জুলাই, বুধবার থেকে শুরু হচ্ছে দেবশয়নী একাদশীর ব্রত ও উপবাস। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবশয়নী একাদশী পালিত হয়। এই ব্রত ও উপবাস রাখা হয় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে। রীতি অনুযায়ী, দেবশয়নী একাদশী থেকে টানা ৪ মাস বিষ্ণুদেব যোগনিদ্রায় যান। অর্থাত এদিন থেকে ভক্তদের থেকে সরে গিয়ে গভীর ঘুমের দেশে পাড়ি দেন তিনি। এই একাদশীর দিন থেকে শুরু হয় চতুর্মাস পর্ব। হিন্দু ধর্ম মতে, দেবশয়নী একাদশী থেকে দেবউত্থনী একাদশী পর্যন্ত চলে চতুর্মাস পর্ব। এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়। কোনও শুভ কাজ করা হলে, তা বিফলে যায় বলে মনে করা হয়।

অন্যদিকে, দেবশয়নী একাদশীতে ঘটতে চলেছে এক অলৌকিক ঘটনা। মোট ৫টি শুভ যোগ ঘটতে চলেছে এদিন। ফলে দেবশয়নী উপবাস ও একাদশীর ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। তাই এদিনের একাদশীর শুভ মুহূর্ত কখন ও কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে, তা জেনে নেওয়া উচিত।

দেবশয়নী একাদশীতে ঘটছে ৫টি শুভ যোগ

এবছর দেবশয়নী একাদশীর দিনে শুভ যোগে তৈরি হয়েছে। একটি নয়, মোট পাঁচটি যোগ তৈরি হয়েছে এবার। শুক্ল যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগের সঙ্গে অনুরাধা নক্ষত্রের সুন্দর সমন্বয় তৈরি হয়েছে।

শুভ যোগ: ১৭ জুলাই প্রাতঃকাল থেকে ৭টা ৫ মিনিট পর্যন্ত

শুক্লা যোগ: ১৮ জুলাই সকাল ৭টা ৫ মিনিট থেকে সন্ধ্যে ৬টা ৫ মিনিট

সর্বার্থ সিদ্ধি যোগ: ১৮ জুলাই সকাল ৫টা ৩৪ মিনিট থেকে বেলা ৩টে ১৫ মিনিট পর্যন্ত

অমৃত সিদ্ধি যোগ: ১৮ জুলাই সকাল ৫টা ৩৪ মিনিট থেকে বেলা ৩টে ১৩মিনিট পর্যন্ত

অনুরাধা নক্ষত্র: ১৮ জুলাই প্রাতঃকাল থেকে বেলা ৩টে ৩০ মিনিট পর্যন্ত

দেবশয়নী একাদশীর শুভ মুহুর্ত 

আষাঢ় শুক্লা একাদশী তিথির সূচনা: ১৬ জুলাই, মঙ্গলবার, রাত ৮টা ৩৩মিনিট থেকে

আষাঢ় শুক্ল একাদশী তিথির সমাপ্তি: ১৭ জুলাই, বুধবার, রাত ৯টা ২ মিনিট পর্যন্ত

বিষ্ণু পূজার শুভ সময়: সকাল ৫টা ৩৪ মিনিট থেকে

দেবশয়নী একাদশী পারান সময়: ১৮ জুলাই, সকাল ৫টা ৩৪ মিনিট থেকে সকাল ৮টা ২০ মিনিটের মধ্যে

পরানের দিনে দ্বাদশীর সমাপ্তি: রাত ৮টা ৪৪ মিনিট

দেবশয়নী একাদশীর উপবাসের নিয়ম

1. দেবশয়নী একাদশীর ভোরে স্নান করার পর পরিষ্কার কাপড় পরিধান করা উচিত। হাতে জল নিয়ে দেবশয়নী একাদশীর উপবাস করে বিষ্ণুর আরাধনা করার সংকল্প করতে হবে।

2. একাদশীর উপবাসের সময় ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। দিনভর ফল ও জল খাওয়া উচিত। শক্ত কোনও খাবার খাওয়া উচিত নয়।

3. এদিনে সাবান, শ্যাম্পু, তেল ব্যবহার করা, তামসিক জিনিস খাওয়া, চুল, দাড়ি ও নখ কাটা একেবারে নিষিদ্ধ।

4. দেবশয়নী একাদশীতে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না। এছাড়া এদিন অজান্তে বা ভুল করে কোনও প্রাণী বা জীব হত্যা করা অনুচিত। এমনকি ঝাড়ু দিতে গিয়ে কোনও ছোট প্রাণীর ক্ষতি না হয়, সেদিকেও খেয়াল রাখা দরকার। মোটকথা হল, এই গুরুত্বপূর্ণ একাদশীতে ঝাড়ু ব্যবহার করা নিষিদ্ধ।

5. একাদশীর দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না। তুলসী, কলা, পিপল, নিম, বটগাছের কোনওভাবেই ক্ষতি করা চলবে না। তাতে অত্যন্ত রুষ্ট হন বিষ্ণুদেব।

6. প্রথা অনুযায়ী এই একাদশীর পুজোপাঠ করা সময় দেবশয়নী একাদশীর ব্রতকথা শ্রবণ করা উচিত। পুজোর পর সামর্থ্য অনুযায়ী দুঃস্থদের মধ্যে দান করা উচিত।