Dhanteras 2022: ধনতেরসে কোন কোন জিনিস কিনলে সৌভাগ্য নিশ্চিত? কেনার আগে জেনে নিন

Dhanteras Shopping: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, চলতি বছরে ধনতেরস পড়ছে রবিবার ২৩ অক্টোবর। এই দিনে এমনিতেই স্বর্ণব্যবসায়ীরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন।

Dhanteras 2022: ধনতেরসে কোন কোন জিনিস কিনলে সৌভাগ্য নিশ্চিত? কেনার আগে জেনে নিন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2022 | 6:31 PM

প্রচলিত বিশ্বাস অনুসারে ধনতেরসে নতুন জিনিস কিনলে তা জীবনে সৌভাগ্য নিয়ে আসে। বিশেষ করে এই দিনে সোনা এবং রুপোর জিনিস কেনা উচিত। তবে জ্যোতিষীরা বলছেন, আরও বহু জিনিস রয়েছে যেগুলি ধনতেরসের দিনে কিনলে তা জীবনে সমৃদ্ধি বয়ে আনে। তবে ভুল করেও কিছু বস্তু মোটেই কেনা উচিত নয়। হিন্দু ধর্মে ধনতেরস বা ধনত্রয়োদশী অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। দীপাবলির সূচনা হয় ধনতেরস দিয়েই। দীপাবলি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। পঞ্চাঙ্গ অনুসারে, চান্দ্র মাসে আশ্বিনে পালিত হয় দীপাবলি। দীপাবলির সময় হিন্দুধর্মাবলম্বীরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন। মাতা লক্ষ্মী হলেন সমৃদ্ধি ও সম্পদের দেবী। তাই ধনতেরসের দিনে সোনার তৈরি জিনিস কিনলে তা ভক্তের জীবনে সৌভাগ্যের সঙ্গে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখে।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, চলতি বছরে ধনতেরস পড়ছে রবিবার ২৩ অক্টোবর। এই দিনে এমনিতেই স্বর্ণব্যবসায়ীরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন। কারণ অসংখ্য ক্রেতা হিন্দু ধর্মের ঐতিহ্য মেনে এই দিনে সোনার তৈরি বস্তু বা স্বর্ণালঙ্কার খরিদ করেন। তবে শুধু সোনা নয়, কেউ কেউ রুপোর তৈরি বস্তুও কেনেন। কেউ কেনেন ইলেকট্রনিক্স-এর দ্রব্য, বাসনকোশন। মা লক্ষ্মীর সঙ্গে ধনদেবতা কুবেরকেও আবাহন করা হয় নতুন জিনিস কেনার মধ্যে দিয়ে। তবে অন্যের দেখাদেখি আপনিও বাজারে নতুন জিনিস কিনতে ছুটলে বিপদ হতে পারে। কারণ জ্যোতিষীরা বলছেন, ভুল জিনিস কিনলে সেক্ষেত্রে সৌভাগ্যের বদলে গৃহে প্রবেশ করতে পারে দুর্ভাগ্য!

ধনতেরসে সৌভাগ্য আকর্ষণ করতে কী কিনবেন?

ধাতু: সোনা বা রুপোর জিনিস কিনতেই পারেন, তবে শুভ সময় দেখে তারপরেই কিনুন। মা লক্ষ্মী বা গণেশের মূর্তির ছাপ দেওয়া সোনার কয়েনও কিনতে পারেন।

বাসন: বাসনকোশন কিনতে হলে রুপো বা পিতলের বাসনকোশনই কিনুন।

আসবাব: ধনতেরসের দিনে নতুন ফার্নিচার কিনতেও পারেন। আববাবে গৃহের অন্দর সাজিয়ে তুলতেই পারেন নতুনভাবে।

ইলেকট্রনিক্স-এর যন্ত্রপাতি: টেলিভিশন, ল্যাপটপ, ফ্রিজ, মাইক্রোওয়েভ-এর মতো ইলেক্ট্রনিক্স-এর জিনিসও কিনতে পারেন।

বিনিয়োগ: কেউ কেউ এইদিনে বিমায় অর্থ বিনিয়োগ করা বা ব্যাঙ্কে টাকা জমা করাকেও শুভ বলে মনে করেন।

কী কী কিনবেন না?

তীক্ষ্ণ বস্তু: ধনতেরসের সময় কোনওভাবেই ভুল করেও ছুরি, কাঁচি, সুচের মতো তীক্ষ্ম বস্তু জিনিস কিনবেন না।

কালো রঙের বস্তু: কালো রঙের কোনও বস্তুই কেনা চলবে না।

অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক: ভুল করেও এই দিনে অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের জিনিস কেনা উচিত হবে না।

এছাড়া কোনওভাবেই এই ধরনের দিনগুলিতে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, পুরনো জিনিস কেনা উচিত নয়। কারণ মনে করা হয় খারাপ জিনিস কিনলে রাহুর প্রকোপে পড়তে হয় যা জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। এছাড়া ধনতেরসের দিন থেকে দেওয়ালি অবধি কোনওবাবেই নেশার বস্তু যেমন তামাক, মদ কেনা উচিত নয়। কারণ এই ধরনের বস্তুগুলি আমাদের চৈতন্যরহিত করে যা দুর্ভাগ্য বয়ে আনে।