Dhanteras 2021: ধনলক্ষ্মী নয় ধনতেরসের দিন পুজো করা উচিৎ আয়ুর্বেদাচার্য ধন্বন্তরীর, কেন জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 02, 2021 | 7:28 PM

ধন বা সোনা রুপো কেনা নয় বরং চতুর্দশী তিথিতে পুষ্টিগুনযুক্ত ১৪টি শাক খেয়ে নিজের শরীরের রোগবিসুখ থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি আয়ুর্বেদাচার্য ধন্বন্তরীকে সম্মান জানানোও তাই প্রয়োজন।

Dhanteras 2021: ধনলক্ষ্মী নয় ধনতেরসের দিন পুজো করা উচিৎ আয়ুর্বেদাচার্য ধন্বন্তরীর, কেন জেনে নিন
আয়ুর্বেদাচার্য ধন্বন্তরী

Follow Us

সোনা রুপো কেনার শুভ দিন বলে মনে করা হয় ধনতেরসকে। এই ধনতেরসের রীতি প্রধানত পালিত হত উত্তর ভারতে। কিন্তু বিগত কয়েক বছরে বাঙালির সংস্কৃতিতেও থাবা বসিয়েছে এই উৎসব। এদিন কলকাতা সহ সারা রাজ্যের বাঙালিরাও গয়না কিনতে ভিড় জমান সোনার দোকানে। যদিও এই ধনতেরসের দিনে সোনা কেনার রীতি প্রচলিত, কিন্তু ধনের সঙ্গে সে অর্থে যোগ নেই ধনতেরসের।

পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী। সেই দিন অমাবস্যা থাকার কারণে ধনের দেবী লক্ষ্মীকে স্বর্গে বরণ করার জন্য নানা আলোর মালায় সাজানো হয়েছিল স্বর্গকে। একদিকে শক্তির দেবী কালী অশুভ শক্তির বিনাশ ঘটান, অন্যদিকে লক্ষ্মী নিয়ে আসেন সম্পদের শ্রীবৃদ্ধি। সেই থেকেই মনে করা হয় ত্রয়োদশী তিথিতে ধনতেরস পালিত হয়।

অন্যদিকে আর এক পুরাণ মতে দেবাসুরের সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিলেন ধন্বন্তরী। যিনি দেব চিকিৎসক হিবেসে গণ্য। তাঁকে বিষ্ণুর এক রূপ বলেও ধরা হয়ে থাকে। যেহেতু তিনি চিকিৎসক তাই সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবনের জন্য পূজিত হন তিনি। ত্রয়োদশ তিথির শেষ লগ্নে তাঁর জন্ম, তাই তাঁর নামেই ধনতেরস অর্থাৎ ত্রয়োদশী পালিত হয়।

তবে অন্য একটি মতও রয়েছে। আর তা হল ধনতেরসের দিন ধন সম্পদ কেনা নয়, আয়ুর্বেদ ঔষধ কেনার দিন। আসলে কাশীর এক রাজার নাম ছিল ধন্বন্তরী। তিনি নিজের রাজ্যের বাইরেও আয়ুর্বেদ চিকিৎসার প্রসার এবং প্রচার ঘটান। তার এই প্রচারের কারণেই ভারতে আয়ুর্বেদের এত প্রসিদ্ধি। তাই আয়ুর্বেদ এবং মহৌষধীর কথা উঠলেই এক নিশ্বাসে উচ্চারিত হয় ধন্বন্তরীর নামও। তিনি ত্রয়োদশী তিথির শেষ লগ্নে জন্মেছিলেন। আয়ুর্বেদ চর্চাকারীরা এই দিনটিকে স্মরণ করতেই দিনটিকে ধন্বন্তরী ত্রয়োদশী হিসেবে পালন করে থাকেন। হিন্দি ভাষীরা এটিকে ধন্বন্তরী তেরস বা সংক্ষেপে ধনতেরস বলে থাকেন। একদিকে পুরাণ আরেকদিকে ইতিহাস এই দুইয়ের মেলবন্ধনে ধনের দেবী লক্ষ্মী এবং চিকিৎসার দেবতা ধন্বন্তরী মিলে গিয়ে পালিত হয় ধনতেরস। এদিন তাই ধন বা সোনা রুপো কেনা নয় বরং চতুর্দশী তিথিতে পুষ্টিগুনযুক্ত ১৪টি শাক খেয়ে নিজের শরীরের রোগবিসুখ থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি আয়ুর্বেদাচার্য ধন্বন্তরীকে সম্মান জানানোও তাই প্রয়োজন।

আরও পড়ুন: Dhanteras 2021: ধনতেরাসে যা পাবেন তাই কিনবেন না যেন! কেনার আগে, কোনগুলি অশুভ সেগুলি জেনে নিন

Next Article