Diwali in July: জুলাই মাসেই দিওয়ালি! অঢেল সম্পত্তির মালিক হতে আজই করুন এই কাজ

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 28, 2023 | 5:56 PM

Hindu Festival: জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সম্পদ, বিলাসিতা, সুখ ও প্রেমের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া শুক্র গ্রহকে শক্তিশালী করার দিনও হল শুক্রবার।

Diwali in July: জুলাই মাসেই দিওয়ালি! অঢেল সম্পত্তির মালিক হতে আজই করুন এই কাজ
ছবিটি প্রতীকী

Follow Us

হিন্দু ধর্মমতে, বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবার দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাই শুক্রবারে দেবী লক্ষ্মীকে তুষ্ট করার ব্যবস্থা করা উচিত, এর ফলে জীবনে প্রচুর ধন-সম্পদের যোগ রয়েছে। হিন্দু ধর্মমতে, দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী। যারা ধনলক্ষ্মীর আরাধনা করে থাকেন, তাদের জীবনে কখনও তাকে আর্থিক সংকটে পড়তে হয়নি। এমনটাই বিশ্বাস করা হয়। ধন-যশ-ঐশ্বর্যে গোটা জীবন অতিবাহিত করেন এই ব্যক্তি। ঘরে সর্বদা সুখ, সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে। জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সম্পদ, বিলাসিতা, সুখ ও প্রেমের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া শুক্র গ্রহকে শক্তিশালী করার দিনও হল শুক্রবার। তাই শুক্রবার এই নিয়মগুলি পালন করলে দেবী লক্ষ্মী ও শুক্র উভয়ের আশীর্বাদ বর্ষণ করে। ধন-সম্পদ লাভের জন্য শুক্রবারের অলৌকিক ব্যবস্থা পালন করলেই হবে কেল্লাফতে।

অঢেল সম্পদের মালিক হতে শুক্রবার কী কী করবেন?

যদি প্রচুর ধন-সম্পদ, যশ-খ্যাতি, সুখ পেতে চান, তাহলে প্রতি শুক্রবারে কিছু বিশেষ কাজ করা দরকার। সেই সঙ্গে শুক্রবারের জন্য বেশ কিছু কাজ করা উচিত।

প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন আঁকুন

বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখা উচিত। এই কারণে দেবী লক্ষ্মী গৃহে বাস করে থাকেন। বিশেষ করে শুক্রবার বাড়ির সদর দরজা পরিষ্কার করুন, স্নান সেরে সিঁদুর দিয়ে গেটে একটি স্বস্তিক চিহ্ন তৈরি করা উচিত। এতে সর্বদা আপনার ঘরে লক্ষ্মী আশীর্বাদ বর্ষিত হয় অঝোর ধারায়।

পদ্ম ফুল

শুক্রবার রাতে দেবী লক্ষ্মীর পুজো করুন। ধনলক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করতে পারেন আজ। পুজোর আগে স্নান সেরে সাদা কাপড় পরিধান করুন। ভোগ হিসাবে দেবীলক্ষ্মীকে ক্ষীর নিবেদন করতে পারেন।

ঘরে প্রদীপ জ্বালিয়ে আলো করে রাখুন

সন্ধ্যের সময় কখনওই ঘর অন্ধকার রাখবেন না। ঘরের প্রধান দরজায় অন্ধকার রাখা উচিত নয়। শুক্রবার সন্ধ্যেয় শুধু ঘরের লাইট জ্বালিয়ে রাখবেন তাই নয়, মূল দরজায় গরুর ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে রাখুন। তাতে দেবী লক্ষ্মী অত্যন্ত খুশি হোন।

গরুকে প্রথম রুটি দিন

প্রতিদিন প্রথম রুটি গরুকে খাওয়াতে পারেন, তাহলে শুক্রবারে এই কাজটি অবশ্যই করুন। এছাড়াও, গরুর রুটি বেশ বড় আকারের তৈরি করুন। এতে শুধু দেবী লক্ষ্মীই নয়, সমস্ত দেব-দেবীও প্রসন্ন হন ও আশীর্বাদ বর্ষণ করেন। এই প্রতিকার মেনে চললে জীবনে কখনও অর্থের অভাব হয় না।

আলমারিতে রাখুন এই জিনিসগুলি

আপনি যদি ঋণের বোঝায় ডুবে গিয়েছেন বা আর্থিক সংকটে ভুগছেন, তাহলে শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো করুন। লক্ষ্মীকে ৫টি টাকা এবং ১টি রৌপ্য মুদ্রা অর্পণ করুন। পুজো পর এই দুটি জিনিস একটি হলুদ কাপড়ে বেঁধে আলমারির ভিতরে রেখে দিন। এর জেরে অর্থের প্রবেশ হতে শুরু করে। শীঘ্রই পুরনো ঋণ ও সমস্যা থেকে মুক্তি পান এক নিমেষে।