বছরে দুবার ছট পালিত হয়। চৈত্রমাসে যে ছটপুজো হয়,তাকে বলা হয় চৈতি ছট। অন্যদিকে কার্তিকমাসে পুজো করা হয় তাকে কার্তিকী ছট বলে। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী, অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে কার্তিক মাসের ছট উৎসব পালন করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের ছট পুজো শুরু হচ্ছে ২৮ অক্টোবর থেকে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই পুজো। স্নান ও খাওয়ার মধ্যে দিয়ে শুরু হয় এই পবিত্র ছট পুজো। পরদিন খরনা, তারপর সন্ধ্যেয় অর্ঘ্য ও শেষ দিনে সূর্যাস্তের সময় সূর্যকে পুজো করে উপবাস ভঙ্গ করে অর্ঘ্য নিবেদন করা হয়। এর মধ্যে দিয়েই শেষ লোকবিশ্বাসের মহোত্সব। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই বছর ছট পুজোর জন্য খরনা পালিত হবে আগামী ২৯ অক্টোবর। অন্যদিকে ৩০ অক্টোবর, রবিবার সূর্যাস্তের আগে সূর্যকে প্রণাম করে অর্ঘ্য অর্পন করা হবে। তারপরের দিন সকালে অর্থাত ৩১ অক্টোবর সকালে অর্ঘ্য দেওয়া হবে। উল্লেখ্য, ছট পুজোর উপবাস রাখা অত্যন্ত কঠিন। এই সময় কিছু কিছু জিনি রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছটপুজোর সময় কোন কোন ভুলগুলি করলে ছট মাইয়া রেগে যাবেন, তা দেখে নিন…
অর্ঘ্য নিবেদনের সময় এই ভুলগুলি একেবারেই করবনে না…
– হিন্দু ধর্ম অনুযায়ী, ছট পুজোয় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের বিধান রয়েছে। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের সময় স্টিল বা কাঁচের পাত্র ব্যবহার করা উচিত নয়। এই দিনে বাঁশ বা পিতলের তৈরি ধাতব পাত্র ব্যবহার করা হয়। এদিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ছাড়া ছট উৎসব সম্পূর্ণ হয় না বলেও বিশ্বাস করা হয়।
– ছট পুজোর সময় স্নান থেকে শুরু করে সকাল অর্ঘ্য পর্যন্ত পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়া হয়। পবিত্র ছট পুজোর সময় নতুন ও পরিষ্কার পোশাক পরা উচিত। সেই সঙ্গে সুতির শাড়ি পরে জলে দাঁড়িয়ে সূর্যকে পুজো করেন মহিলারা। অন্যদিকে পুরুষরা পরিষ্কার সুতির পোশাক পরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন।
– ছট উপবাসে ভক্তদের মাটিতে ঘুমানোই নিয়ম। উপবাসের পুরো সময়কালের জন্য মাটিতে বিশ্রাম নিতে ও ঘুমাতে হয়। বিশেষ করে এই দিনে মহিলাদের জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। ছট পূজার নিয়ম অনুসারে, উপবাস পালন করলে বিছানা বা খাটে ঘুমানো উচিত নয়।
– ছট পুজোর সময়ও আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই সময়ে আমিষ খাবার খেলে দেবী ষষ্ঠী খুব রেগে যান।
– ছট পূজার সময় পুজো-সামগ্রীর বিশেষ যত্ন নেওয়া হয়। ছট পূজায় পূজার উপকরণ হিসেবে সিঁদুর, কুমকুম, আলতা, পিতল, মিষ্টি আলু, নারকেল, খাগড়া, মধু, পান, সুপারি, লবঙ্গ, কুমড়ো, আখ ইত্যাদি ব্যবহার করা হয়।