সনাতন ধর্মে, পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ ও শ্রাদ্ধ করার প্রথা রয়েছে। টানা ১৫দিন পিতৃপক্ষ দিনের জন্য পূর্বপুরুষদের পিন্ড দান প্রদান করেন হিন্দুরা। বিশ্বাস অনুসারে, এই ১৫ দিনের জন্য, পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন ও পরিবারের সদস্যদের মধ্যে বাস করেন। পরিবারের সদস্যদের সঙ্গে খাবার ও জল গ্রহণ করে থাকেন। এছাড়া, নিজ পরিবারের সদস্যদের শ্রদ্ধা সন্তুষ্ট হন ও বংশধরদের সুখ-সমৃদ্ধির আশীর্বাদ করেন। এই সময়ে, বেশ কিছু লক্ষণ দেখা যায় যেগুলি দেখে বোঝা যায় পূর্বপুরুষরা তাদের উপর ক্রুদ্ধ হয়েছে। পিতৃদোষ কাটাতে কোন উদ্ভিদ বাড়িতে লাগাবেন, কীভাবে পূর্বপুরুষ তুষ্ট করা যায়, তা জানা খুবই প্রয়োজন।
পূর্বপুরুষ ক্রুদ্ধ হওয়ার লক্ষণ
যদি কোনও ব্যক্তি পিতৃদোষের শিকার হন, তাহলে অক্লান্ত পরিশ্রমের পরেও মনোমত ফল পেতে পান না। এই পরিস্থিতিতে ওই ব্যক্তি সর্বদা মানসিক চাপে থাকেন। কোনও কাজেই কোনরকম উন্নতি আসে না। একের পর এক বাধা তৈরি হয়। পূর্বপুরুষের রাগের প্রভাব পড়ে গোটা পরিবারের সদস্যদের উপরও। দাম্পত্য জীবনেও দেখা যায় অশান্তি ও চরম সমস্যা। সেই সঙ্গে অবিবাহিতদের বিয়েতেও নানা বাধার সৃষ্টি হয়। পিতৃপুরুষের ক্রোধের কারণে পুজো করলেও শুভ ফল পাওয়া যায় না। পিতৃদোষের কারণেই ঘুমের মধ্যে বার বার খারাপ স্বপ্ন দেখতে শুরু করেন। পূর্বপুরুষরা বারবার স্বপ্নে দেখা দেন। পিতৃদোষের কারণে অনেক সময় সন্তানসুখ থেকেও বঞ্চিত হতে হয়।
তুলসী গাছের প্রতিকার
জ্যোতিষশাস্ত্র অনুসারে, পিতৃপক্ষের সময় পিতৃপক্ষের শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা হয়। এছাড়া আরও অনেক প্রতিকার করা হয়, তাতে পিতৃপুরুষরা খুশি হতে পারেন। এর মধ্যে একটি প্রতিকার হল তুলসী গাছের প্রতিকার। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, তুলসীর এই প্রতিকার করলে পূর্বপুরুষরা বংশধরদের উপর প্রসন্ন থাকেন। শ্রাদ্ধ, তর্পণ ও পিন্ডদানের সমান ফল পাওয়া যায় তাতে। এই প্রতিকার পিতৃপক্ষের ১৫ দিনের মধ্যে যে কোনও সময় করা যেতে পারে। তবে মনে রাখা দরকার, একাদশী ও রবিবার এই ১৫ দিনের মধ্যে যেন না পড়ে।
তুলসীতে গঙ্গা জল অর্পণ করুন
শিব পুরাণ অনুসারে, শ্রাদ্ধপক্ষের সময় বাড়ির যে কোনও সদস্য সহজেই তুলসীর এই প্রতিকার করতে পারেন। এজন্য তুলসী পাত্রের কাছে একটি বাটি রাখুন। এবার হাতের তালুতে গঙ্গা জল নিয়ে পূর্বপুরুষদের নাম পাঁচ বা সাত বার ধ্যান করুন। এরপর বাবা বিশ্বনাথের নাম নেওয়ার পর এই পাত্রে গঙ্গা জল ছেড়ে দিন। এবার হাত গুটিয়ে দেবী তুলসী ও সেই সঙ্গে পূর্বপুরুষদের নাম করে ধ্যান করুন। তবে যে কোনও গাছে গঙ্গার জল রাখতে পারেন। তাতে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় ও পূর্বপুরুষকে তর্পণ করে পিন্ডদান প্রদানের সমতুল্য ফল পাওয়া যায়।