Sawan 2022: শ্রাবণ মাসে শিবপুজোয় চাল দিন এইভাবে! পেতে পারেন আকস্মিক বিপুল সম্পত্তি

Rice in Sawan: শ্রাবণ মাসে ভগবান শিবকে প্রিয় জিনিস দিয়ে পুজো করার নিয়ম। মহাদিদেবকে মহাবিশ্বের স্রষ্টা বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে, ভোলেনাথ হলেন অন্যতম প্রসন্ন দেবতা।

| Edited By: | Updated on: Jul 26, 2022 | 7:59 PM
শ্রাবণ মাসে বিভিন্নভাবে শিবের পুজো করা হয়। শিবের জলাভিষেক, রুদ্রাভিষেক করলে মহাদেব খুবই খুশি হন। পাশাপাশি বেলপাতা, ধুতুরা ফুল দিয়ে অক্ষত নিবেদন করা হলেও তা শুভ বলে মনে করা হয়।

শ্রাবণ মাসে বিভিন্নভাবে শিবের পুজো করা হয়। শিবের জলাভিষেক, রুদ্রাভিষেক করলে মহাদেব খুবই খুশি হন। পাশাপাশি বেলপাতা, ধুতুরা ফুল দিয়ে অক্ষত নিবেদন করা হলেও তা শুভ বলে মনে করা হয়।

1 / 6
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শিবপুজোয় চাল সেদ্ধ করে ভাত খাওয়া ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার পাশাপাশি সুখ ও সমৃদ্ধির জন্য শুভ হয় বলে বিশ্বাস করা হয়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শিবপুজোয় চাল সেদ্ধ করে ভাত খাওয়া ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার পাশাপাশি সুখ ও সমৃদ্ধির জন্য শুভ হয় বলে বিশ্বাস করা হয়।

2 / 6
জ্যোতিষশাস্ত্র মনে, চাল বা ভাত সংক্রান্ত এই জিনিসগুলির প্রতিকার করলে ঘরে শান্তি বজায় থাকে। শিবের কৃপায় প্রতিটি সদস্যের জীবনে উন্নতি লাভ হয়।

জ্যোতিষশাস্ত্র মনে, চাল বা ভাত সংক্রান্ত এই জিনিসগুলির প্রতিকার করলে ঘরে শান্তি বজায় থাকে। শিবের কৃপায় প্রতিটি সদস্যের জীবনে উন্নতি লাভ হয়।

3 / 6
সমৃদ্ধির জন্য- ভগবান শিবকে প্রতিদিন ৫টি করে চাল নিবেদন করা যায়। হিন্দুদের বিশ্বাস, শ্রাবণ মাসে এমনটা করলে অর্থ ও শস্যের কোনও অভাব হয় না।

সমৃদ্ধির জন্য- ভগবান শিবকে প্রতিদিন ৫টি করে চাল নিবেদন করা যায়। হিন্দুদের বিশ্বাস, শ্রাবণ মাসে এমনটা করলে অর্থ ও শস্যের কোনও অভাব হয় না।

4 / 6
অর্থ উপার্জনের জন্য- শিবকে অক্ষত নিবেদনের প্রথা রয়েছে। তাতে শিব ও অক্ষতকে রোলি নিবেজন করা যায়। শিবপুরাণ অনুযায়ী, অক্ষতের সঙ্গে রোলি নিবেদন করলে কখনও আর্থিক সংকট দেখা যায় না।

অর্থ উপার্জনের জন্য- শিবকে অক্ষত নিবেদনের প্রথা রয়েছে। তাতে শিব ও অক্ষতকে রোলি নিবেজন করা যায়। শিবপুরাণ অনুযায়ী, অক্ষতের সঙ্গে রোলি নিবেদন করলে কখনও আর্থিক সংকট দেখা যায় না।

5 / 6
শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করুন। এর সঙ্গে ১১ মুঠো চাল নিবেদন করুন। তবে একসঙ্গে নয়। পুজো করার সময় এক মুঠো করে চাল দিন। এরপর ওই চাল কোনও গরিব মানুষকে দান করুন। এমনটা করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া আকস্মিক ধনলাভও হতে পারে।

শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করুন। এর সঙ্গে ১১ মুঠো চাল নিবেদন করুন। তবে একসঙ্গে নয়। পুজো করার সময় এক মুঠো করে চাল দিন। এরপর ওই চাল কোনও গরিব মানুষকে দান করুন। এমনটা করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া আকস্মিক ধনলাভও হতে পারে।

6 / 6
Follow Us: