Kali Puja 2024: কালী পুজোয় কেন লাগবেই রক্ত জবা?

Oct 28, 2024 | 5:42 PM

Kali Puja 2024: মায়ের পুজোয় কেন জবা ফুল প্রয়োজন, এর পিছনে রয়েছে নানা মত। মনে করা হয় জবা ফুলের পাপড়ি অনেকটা দেবী কালীর লোলজিহ্বার মতো। তেমনই টকটকে লাল।

Kali Puja 2024: কালী পুজোয় কেন লাগবেই রক্ত জবা?

Follow Us

কোথাও তিনি রণচণ্ডী, কোথাও তিনিই দয়াময়ী। হাতে তাঁর খড়্গ। গলায় তাঁর মুণ্ডমালা। কথায় বলে যা৬র কেউ নেই তাঁর ‘মা’ আছেন। এমনিতে দেবী অল্পতেই সন্তুষ্ট। দেবীর পুজোয় আর কিছু লাগুক না লাগুক, জবা ফুল লাগবেই। রক্ত জবা উৎসর্গ করা হয় দেবীর পুজোয়। কিন্তু জবা ফুলই কেন? আরও তো অনেক ফুল রয়েছে! জানেন এর পিছনের রহস্য?

মায়ের পুজোয় কেন জবা ফুল প্রয়োজন, এর পিছনে রয়েছে নানা মত। মনে করা হয় জবা ফুলের পাপড়ি অনেকটা দেবী কালীর লোলজিহ্বার মতো। তেমনই টকটকে লাল। যা উগ্রতার প্রতীক বলে পরিচিত। দেবী কালীও উগ্র। পাপের বিনাশ করেও ক্ষান্ত হন না তিনি। দেবীর পুজোয় লাল জবা ফুল লাগে।

লাল রং শক্তি ও শৌর্যের প্রতীক। জবা ফুলের লাল। সেই কারণেও দেবীর পুজোয় ব্যবহার করা হয় জবা ফুল।

এই খবরটিও পড়ুন

আছে প্রচলিত কল্প-কাহিনীও। নানা পুজোয় নানা ফুল ব্যবহার করা হলেও, জবা ফুল কোনও পুজোতেই ব্যবহার করা হত না। তাই মনে দুঃখ নিয়ে দেবীর শরণাপন্ন হন জবা। মাকে বলে, ‘মা আমার না আছে রূপ, না আছে গন্ধ, তাই কোনও পুজোতেও আমাকে ব্যবহার করা হয় না’। এই শুনে মা বলেন ‘যাঁদের কেউ নেই, তাঁদের মা আছে। আজ থেকে আমার পুজোয় অপরিহার্য হবে জবা ফুল।’ সেই থেকেই লাল জবা ফুল হয়ে ওঠে সৃজন ও শৌর্যের প্রতীক, দেবী কালিকার প্রতিনিধি। তাই কালী পুজোয় আর কিছু থাকুক না থাকুক জবা ফুল লাগবেই।

Next Article