একই রাশির প্রেমিক-প্রেমিকার মধ্যে প্রেম কি জমে, বিয়েই বা টেকে কত জনের?
জ্যোতিষশাস্ত্রে ১২ টি রাশি রয়েছে। আবার প্রতিটি রাশির আলাদা শাসক গ্রহ রয়েছে। অনেকের মতে, প্রেমিক প্রেমিকার রাশি এক না হওয়াই ভালো। আবার অনেকের মতে রাশি মিললেই সব ভালো। তবে নির্ভর করে কোন রাশি তার ওপরেও। কোন রাশির মিল থাকলে হবে রাজযোটক?

ভালোবাসার মানুষ খুঁজছেন রাশি মিলিয়ে? ডেটে গিয়ে আগে রাশি জানতে চান? লাভ আছে তো? প্রেম করে বিয়ে হোক বা সম্বন্ধ করে বিয়ে, অনেকেই মনে করেন রাশি মিললেই হবে রাজযোটক। স্বভাবও হবে একরকম। ভাবছেন, স্বভাব এক মানেই ঝগড়াও কম। যদিও নানা মুনির নানা মত। তবে জানেন কি এই বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
জ্যোতিষমতে, একই রাশি হলে একে অপরের চাহিদা,ভাবনা ও মন বুঝতে সুবিধা হতে পারে। তবে স্বভাবের পার্থক্য় নির্ভর করে গ্রহের প্রভাবের ওপর। একই রাশি হলেও জন্মের সময়,স্থান ও অন্যান্য গ্রহের অবস্থানের কারণে চারিত্রিক বৈশিষ্ট্য হয় আলাদা।
জ্যোতিষশাস্ত্রে ১২ টি রাশি রয়েছে। আবার প্রতিটি রাশির আলাদা শাসক গ্রহ রয়েছে। অনেকের মতে, প্রেমিক প্রেমিকার রাশি এক না হওয়াই ভালো। আবার অনেকের মতে রাশি মিললেই সব ভালো। তবে নির্ভর করে কোন রাশি তার ওপরেও। কোন রাশির মিল থাকলে হবে রাজযোটক?
মেষ রাশি, তুলা রাশির মীন রাশির ক্ষেত্রে রাশি মিললে সম্পর্ক হবে সুখের। মিথুন রাশির ক্ষেত্রে রাশি মিললে সন্তান লাভে সমস্য়া হতে পারে। দু’জনের কর্কট রাশি হলে হতে পারে সাংসারিক বিবাদ। সম্পর্ক চলবে ওঠা পড়ার মধ্য় দিয়ে। যদি উভয়েই সিংহ রাশির জাতক-জাতিকা হয়, তখন মতভেদের সম্ভাবনা বেশী।
বৃশ্চিক রাশির দম্পতি হয় একে ওপরের পরিপুরক। দুজনেই দুজনকে খুশি রাখেন। ধনু রাশির ক্ষেত্রে বিবাদের সম্ভাবনা কম। মকর রাশির ক্ষেত্রে সম্পর্কে বোঝাপড়া হয় খুব ভালো। কঠোর পরিশ্রম করে সম্পর্ক টিকিয়ে রাখে কুম্ভ রাশির দম্পতিরা। কন্য়া রাশির ক্ষেত্রে ভালোবাসা থাকবে বেশী। বৃষ রাশির স্বামী স্ত্রীর মধ্য়ে সম্পর্ক হয় সম্মানের।
তবে, সব শেষে মনে রাখবেন যে দাম্পত্যে আসল কথা পারস্পরিক সম্মান এবং একসঙ্গে থাকার অঙ্গিকার। তাই, জ্যোতিষে বিশ্বাসী হলে এসব মিলিয়ে দেখতে পারেন। কিন্তু, ওই যে বললাম, নিজেদের মধ্যে সহাবস্থানটাই আসল কথা।
