হিন্দুধর্মের (Hinduism) বিভিন্ন দেবদেবীর মধ্যে প্রধান হলেন সৌর দেবতা (Lord Sun)। তিনি কশ্যপ ও অদিতির পুত্র। আবার কোনও কোনও পুরাণ মতে তিনি ইন্দ্রের পুত্র। কোন দেবতাকে খালি চোখে সামনা সামনি দেখা না গেলেও কিন্তু সূর্যদেবকে আমরা আকাশের দিকে তাকালেই দেখতে পাই। সূর্যদেব কিন্তু প্রবল ক্ষমতা এবং অসীম শক্তির অধিকারী। বলা হয় সূর্যদেবের কেশ ও বাহুর সোনার। তিনি সপ্তাশ্ব বিশিষ্ট রথে চড়ে আকাশপথে পরিভ্রমণ করেন। অর্থাত্ তাঁর আকাশ পথে ভ্রমণের রথে সাতটি ঘোড়া থাকে। তাঁর এই রথের ঘোড়াগুলি সাতটি পৃথক পৃথক রঙের হয়, যা রঙধনুর সাত রঙের প্রতীক।
পুরাণ মতে শোনা যায়, শনিদেবের পিতা হলেন এই সূর্যদেব। এবং এর সাথে তিনি যোমরাজ এবং যমুনা দেবীর পিতাও। সূর্যলোকে অবস্থানরত এই সূর্যদেবকেও কিন্তু একবার শনিদেব তাঁর বক্রদৃষ্টি দিয়েছিলেন। তবে হিন্দু মতে সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা হিসাবে সূর্যদেবকে মান্য করা হয়। আবার সমস্ত শক্তির উত্স বলেও মনে করা হয় সূর্যদেবকে। রবিবার সৌরদেবকে পুজো করলে বা এমন কী করলে জীবনে সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে, জ্যোতিষশাস্ত্র কী বলছে দেখুন…
১. হিন্দুধর্মে, প্রতিটি দিন কোনও না কোনও দেবতা বা গ্রহের পূজোর সঙ্গে জড়িত। রবিবারও বাদ যায় না। এই দিন সৌরদেবতার আরাধনা করার নিয়ম। এই দিনে সূর্যদেবের নিয়ম অনুসারে পূজো করলে সুখ, সম্পদ, সাফল্য তরতরিয়ে বাড়বে। সুস্থ থাকবে স্বাস্থ্যও।
২. প্রতিটি দিন যাতে শুভ হয় ও সাফল্য প্রাপ্তি ঘটে, তার জন্য শুধু রবিবার নয়, প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা উচিত। সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান, ধ্যানের পর, আদিত্য হৃদয় স্তোত্র বা সূর্যাষ্টক পাঠের সঙ্গে এই প্রতিকারটি মেনে চলুন। এমনটা করলে যারা ব্যবসায়ী তারা বিশেষ সাফল্যে পাবেনয। এতে কষ্ট-দুঃখ দূর হবে। সূর্যদেবের কৃপায় দীর্ঘাযু লাভ করে।
৩. জ্যোতিষশাস্ত্র অনুসারে,নয়টি গ্রহের মধ্যে রাজা হলেন সৌরদেবতা।তাই এইদিন পুজো করলে গ্রহ সম্পর্কিত সমস্ত দোষ কেটে যায়। অনেকেই বিশ্বাস করেন, সূর্য দেবতার আশীর্বাদ পেতে রবিবার লাল চন্দন বা রোলি তিলক লাগানো শুভ। এই প্রতিকার মেনে চললে মান-সম্মান বৃদ্ধি পায় এবং জীবনের সর্বক্ষেত্রে সাফল্য লাভ করা যায়।
৪. সূর্য দেবতার আশীর্বাদ পেতে পূর্ব দিকে মুখ করে একটি লাল রঙের আসনে বসে ‘ওম ঘৃণী সূর্যায় নমঃ’ মন্ত্রের অন্তত একটি জপ জপ করুন। সূর্যের এই প্রতিকার মেনে চললে ইতিবাচক চিন্তাভাবনা জাগে এবং তাঁর আশীর্বাদে শক্তি ও বুদ্ধির বিকাশ ঘটে।
৫. বৈদিক যুগ থেকে সূর্যের পূজা চলে আসছে। বেদে সূর্যদেবকে ঈশ্বরের চক্ষু হিসেবে বর্ণনা করা হয়েছে। সূর্যের সাধনা করলে সাধকদের মধ্যে নতুন শক্তির সঞ্চার হয়। হিন্দুদের বিশ্বাস, যদি প্রতিদিন সূর্যের সাধনা করতে না পারেন এবং রবিবারে আচার অনুসারে সূর্য দেবতার পূজা করেন তবে আপনি সপ্তাহের সাত দিন পূজার ফল পাবেন। সর্বদা পূর্বমুখী হয়ে সূর্যদেবের পূজা করুন এবং পূর্বমুখী হয়ে অর্ঘ্য প্রদান করুন।