হিন্দুধর্ম মতে তো বটেই, জ্যোতিষশাস্ত্র মতেও পৌষ সংক্রান্তির অন্যতম অবদান রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, এ বছরের মকর সংক্রান্তির দিন রাশি মেনে দান করা শুভ বলে মনে করা হয়। তার মধ্যেও রয়েছে অন্য ট্যুইস্ট। কারণ সব রাশির মধ্যে সিংহ রাশি-সহ আরও তিনটি রাশির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সংক্রান্তির ঠিক দুদিন আগে বা একদিন আগে, ১৩ জানুয়ারি বা ১৪ জানুয়ারির দিন কোন কোন রাশির জাতক-জাতিকারা কীকী দান করলে ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হবে, তা জেনে নেওয়া উচিত। সিংহ, ধনু, মিথুন ও মেষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে যারা এখনও অবিবাহিত, তারা স্নান করে মন্দিরে বা ঠাকুরঘরে আটটি বেগুন বা বাদাম দান করতে পারেন। এই ক্ষুদ্র দান করলে খুবই অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। দেবদেবীদের কৃপায় ভাগ্যও বদলে যেতে পারে এই রাশির জাতক-জাতিকারা।
জ্যোতিষীদের মতে, মকর সংক্রান্তির দুই দিন আগে অর্থাৎ শনিবার মন্দিরে ৮টি বেগুন বা ৮টি বাদাম দান করলে অলৌকিক শুভ উপকার পেতে পারেন। সিংহ রাশি ছাড়াও ধনু, মিথুন মেষ রাশির অবিবাহিত ব্যক্তিরাও এই দান করতে পারেন। তবে এই দান শুধুমাত্র সিংহ রাশির জাতকদের জন্য উপলব্ধ হতে পারে। যদি কোনও কারণে এই দুটি জিনিস পাওয়া না যায়, তাহলে মন্দিরে এক টাকার ৮টি কয়েনও দান করতে পারেন।