Dream Astrology: পাহাড়, ছাদ থেকে পড়ে যাওয়ার স্বপ্ন বার বার দেখছেন? সাবধান, ঘোর বিপদ সামনে
Dream Interpretation: পাহাড়ের চূড়া থেকে কিংবা কোনও বাড়ির ছাদ বা সিঁড়ি থেকে পড়ে যাওয়ার স্বপ্ন নতুন নয়। এ স্বপ্ন আমরা প্রায় সকলেই কোনও না কোনও সময় দেখে থাকি।
স্বপ্ন দেখা আমাদের হাতে থাকে না। ঘুমের মধ্যে কী স্বপ্ন দেখছি তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি তার বেশিরভাগ অংশই আমরা ভুলে যাই। কিন্তু এমনও কিছু কিছু স্বপ্ন থাকে যা আমাদের মনে দাগ কেটে যায়। আবার এমনও কিছু কিছু স্বপ্ন থাকে যা বার বার দেখার কারণে আমরা মাথা থেকে বের করতে পারি না। এমনই একটি আমরা প্রায় সকলেই দেখি থাকি। তা হল, কোনও উঁচু অংশ থেকে পড়ে যাওয়া। পাহাড়ের চূড়া থেকে কিংবা কোনও বাড়ির ছাদ বা সিঁড়ি থেকে পড়ে যাওয়ার স্বপ্ন নতুন নয়। এ স্বপ্ন আমরা প্রায় সকলেই কোনও না কোনও সময় দেখে থাকি। আর এই ধরনের স্বপ্ন দেখা মাত্র আমাদের ঘুম ভেঙে যায়। কিন্তু এমন স্বপ্ন কেন দেখি, এর পিছনে কী কারণ লুকিয়ে? যাবতীয় প্রশ্নের উত্তর দিচ্ছে স্বপ্ন শাস্ত্র।
কোনও বাড়ির ছাদ বা উঁচু অংশ থেকে পড়ে যাওয়ার স্বপ্নকে খুব একটা শুভ হিসেবে বিবেচিত হয় না। এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে পরিবারের মধ্যে কলহের ইঙ্গিত দিয়ে থাকে। পরিবারের যে কোনও একজন এই স্বপ্ন দেখলে প্রতিটা সদস্যই প্রভাবিত হন।
কোনও বাড়ির ছাদ বা উঁচু অংশ থেকে পড়ে যাওয়ার স্বপ্ন আরও অনেক কিছুর ইঙ্গিত দেয়। যেহেতু কোনও উঁচু অংশ থেকে পড়ে যাওয়া দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়, তাই এই বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে দুর্ঘটনার ইঙ্গিত দেয়। তাই সাবধান থাকুন।
ঘুমের মধ্যে পাহাড়ের চূড়া থেকে পড়ে যাচ্ছেন? এই ধরনের স্বপ্ন কিন্তু মোটেই ভাল নয়। এই ধরনের স্বপ্ন ভবিষ্যতের কোনও সমস্যার ইঙ্গিত দেয়। মূলত এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে আর্থিক সমস্যা ডেকে আনে। জীবনে আর্থিক সংকটের ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন।
সিঁড়ি থেকে পড়ে যাওয়ার স্বপ্নও কিন্তু ভাল নয়। এই ধরনের স্বপ্নও কিছু ইঙ্গিত দেয়। এই ধরনের স্বপ্ন বার বার দেখার অর্থ হল আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। একইভাবে পা পিছলে পড়ে যাওয়ার স্বপ্নও একদম ভাল নয়। এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে আমরা হয়তো ভবিষ্যতে কোনও প্রিয়জনের কাজ থেকে প্রতারণার শিকার হতে পারি। এই ধরনের স্বপ্ন দেখলে চোখ-কান খোলা রেখে কাজ করুন।