সাফল্য সহজে আসে না। কঠিন পরিশ্রম করতে হয়। কিন্তু অনেক সময় পরিশ্রম করার পরও ফল পাওয়া যায় না। তখনই জীবনে হতাশা ঘিরে ধরে। এমন ঘটনা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গেই হয়ে থাকে। কিন্তু এতে ভেঙে পড়লে চলবে না। বরং আমাদের জীবনে এমন কিছু পরিবর্তন আনতে হবে, যার প্রভাব আমাদের কর্মজীবনে পড়বে। আর সেখানে আপনাকে সাহায্য করবে বাস্তু শাস্ত্র। কর্মক্ষেত্রে সফলতা পেতে গেলে কর্মস্থানের বাস্তু ঠিক রাখতে হবে। অফিস ডেস্ক সাজানো থেকে শুরু কাজের জায়গায় মনোবল বৃদ্ধি সব কিছুর জন্যই রয়েছে বাস্তু টিপস। জেনে নিন সেগুলো কী-কী…
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। অফিসের যে জায়গায় বসে সব সময় কাজ করবেন, যেখানে দিনের ৮-৯ ঘণ্টা কাটাবেন সেই জায়গাটা পরিষ্কার রাখা দরকার। চারিদিকে কাগজপত্র, জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। এতে উন্নতিতে বাধা আসে।
কাজের জায়গায় যেন আলো থাকে সেটা নিশ্চিত করুন। যেখানে বসে কাজ করবেন, সেখানে যেন সূর্যের রশ্মি আসে। এতে কর্মজীবনে সফলতা পাবেন। অফিসের অন্ধকার জায়গা এড়িয়ে বসুন।
অফিসের ডেস্ক সাজান বাস্তু মতে। অফিসের ডেস্কে আপনি ক্রিস্টাল রাখতে পারেন। এতে কাজের প্রতি এনার্জি লেভেল বেড়ে যায়। পাশাপাশি কাজ প্রতি মনোবল বৃদ্ধি পায়। এর জন্য আপনি অফিসের ডেস্কে কোয়ার্টজ ক্রিস্টাল রাখতে পারেন। ক্রিস্টালের পেপার ওয়েট ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি অফিসের ডেস্কে বাঁশ গাছ রাখতে পারেন। এতে আপনার কর্মজীবনের সমস্ত বাধা কেটে যাবে।
পূর্ব দিকে মুখ করে কাজ করুন। ল্যাপটপ, স্মার্টফোন সব সময় কর্মক্ষেত্রে দক্ষিণ-পূর্ব কোণে রেখে কাজ করুন। কেরিয়ারের উন্নতির জন্য এই দিক সব সময় ভাল। আর যদি ল্যাপটপে কাজ না করেন তাহলে চেষ্টা করুন উত্তর-পশ্চিম কিংবা উত্তর-পূর্ব দিকে মুখ করে বসতে। আর সব সময় ফাইল, ফোল্ডার ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট টেবিলের বাঁ দিকে রাখুন।
অফিসে টেবিল ও চেয়ার এমন ভাবে রাখুন, যাতে চেয়ারে বসলে পিঠ দেওয়ালের দিকে থাকে। চেয়ারে বসে আপনার পিঠ প্রবেশদ্বার, জানলা বা ঈশান কোণের দিকে যাতে না-থাকে সে দিকে লক্ষ্য রাখুন।
কাজের টেবিলের উত্তর দিকে জলের বোতল, চা বা কফির কাপ রাখুন। আর ফাইল, কাগজপত্র, বই ইত্যাদি টেবিলের ডান দিকে রাখবেন। লাল বা কালো রঙের কোনও বস্তু কাজের টেবিলের উপর রাখবেন না। এতে আপনার কাজের প্রতি মনোবল নষ্ট হতে পারে।