Type of Shivlinga: শ্রাবণ মাসে কেমন হওয়া উচিত শিবলিঙ্গ? আপনার জন্য কোনটি উপযুক্ত, জানুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 02, 2023 | 9:30 AM

Sawan 2023: হিন্দুদের বিশ্বাস, শ্রাবণে বিভিন্ন শিবলিঙ্গের পুজো করলে আশানুরূপ ফল পাওয়া যায়। আপনার জন্য় কোন শিবলিঙ্গ উপযুক্ত, কোন শিবলিঙ্গ পুজো করলে সুখ -সমৃদ্ধি বজায় থাকবে, তা জেনে নিন বিশদে।

Type of Shivlinga: শ্রাবণ মাসে কেমন হওয়া উচিত শিবলিঙ্গ? আপনার জন্য কোনটি উপযুক্ত, জানুন

Follow Us

শ্রাবণ মাসে (Sawan Month) শিবের পুজো করলে সমস্ত ইচ্ছা পূরণ করেন মহাদেব (Lord Shiva)। সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। তবে অনেকেই জানেন না যে এই পবিত্র মাসে কেমন ও কোন ধরনের শিবলিঙ্গ (Shivalinga) পুজো করলে মহাদেব কৃপায় ভরে উঠবেন। পূরণ হবে ভক্তের সব ইচ্ছে। হিন্দু ধর্মে, ভগবান শিবকে অনেকেই নিজের স্বামী বলে মনে করেন। শিবসেবাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন ভক্তরা। বিশেষ করে মহিলারা।

দেবাদিদেবকে প্রসন্ন করার দ্রুত কৌশল বা প্রতিকার মেনে চলেন শিবভক্তরা। তাতে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয় দ্রুত। দেবতাদের দেব হিসেবে পরিচিত শিব খুব অল্পেতেই সন্তুষ্ট, আর দ্রুত আশীর্বাদ বর্ষণ করেন, তাই তাঁকে ভোলেনাথ বলে থাকেন অনেকেই। শ্রাবণ মাস সিবের অত্যন্ত প্রিয় একটি মাস। হিন্দুদের বিশ্বাস, শ্রাবণে বিভিন্ন শিবলিঙ্গের পুজো করলে আশানুরূপ ফল পাওয়া যায়। আপনার জন্য় কোন শিবলিঙ্গ উপযুক্ত, কোন শিবলিঙ্গ পুজো করলে সুখ -সমৃদ্ধি বজায় থাকবে, তা জেনে নিন বিশদে।

ফুলের শিবলিঙ্গ: ফুলের শিবলিঙ্গের পুজো করলে ভক্তের জমি-বাড়ি, পৈতৃক সম্পত্তি ইত্যাদি লাভ করেন।

রুদ্রাক্ষ শিবলিঙ্গ: হিন্দু বিশ্বাস অনুসারে, শ্রাবণ মাসে শিবের সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ রুদ্রাক্ষের তৈরি শিবলিঙ্গের পূজা করলে উপবাসকারীর সকল পাপ, ভয় ও দোষ থেকে মুক্তি লাভ করেন। এই সময় শিবের আশীর্বাদ বর্ষিত হয় তাঁর উপর।

পার্থিব শিবলিঙ্গ: হিন্দু বিশ্বাস অনুযায়ী, মাটির তৈরি পার্থিব শিবলিঙ্গ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, পার্থিব শিবলিঙ্গের আরাধনা করলে শিবের উপাসক কোটি কোটি যজ্ঞের সমান ফল লাভ করেন।

পারদের শিবলিঙ্গ: সব ধরনের শিবলিঙ্গের মধ্যে পারদ শিবলিঙ্গের পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে, নিয়ম-কানুন মেনে পারদ শিবলিঙ্গের পুজো করলে ভক্ত খুব তাড়াতাড়ি সব ধরনের সুখ পেয়ে থাকেন।

স্ফটিক শিবলিঙ্গ: সব ধরনের ধাতু দিয়ে তৈরি শিবলিঙ্গের মধ্যে স্ফটিক শিবলিঙ্গকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, কোনও ভক্ত যদি কাঁচের তৈরি শিবলিঙ্গের পুজো করেন, তাহলে তাঁর আর্থিক সমস্যা কেটে যায়।

কর্পূর শিবলিঙ্গ: মনে করা হয় যে ভক্তরা কর্পূরের তৈরি একটি শিবলিঙ্গের পুজো করেন, তাহলে তিনি মহাদেবের আশীর্বাদ পেতে পারেন। সর্বদা মহাদেব তাঁর সহায় থাকেন।

সোনার শিবলিঙ্গ: যদিও শিব সাধনার জন্য সোনার তৈরি শিবলিঙ্গ পাওয়া কঠিন, কিন্তু এই ধরনের শিবলিঙ্গের পুজো করলে ভক্তের জীবনে ধন-শস্য বৃদ্ধি হয়।

রুপোর শিবলিঙ্গ: রুপোর তৈরি শিবলিঙ্গের আরাধনা করলে শিবের সঙ্গে চন্দ্র দেবতার আশীর্বাদ উপবাসকারীর ওপর বর্ষিত হয়। শিবলিঙ্গের পুজো করলে সমস্ত মানসিক কষ্টও দূর হয়।

চিনির মিছরি দিয়ে তৈরি শিবলিঙ্গ: হিন্দু বিশ্বাস অনুসারে, চিনির মিছরি দিয়ে তৈরি শিবলিঙ্গের পূজা করলে শিবভক্তের স্বাস্থ্য খুব ভালো থাকে। পরিবারে প্রেম ও সম্প্রীতি বজায় থাকে।

Next Article