AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tuesday Remedies: সময় কি খারাপ যাচ্ছে? ভাগ্য ফেরাতে মঙ্গলবার এই নিয়মগুলি মেনে চলুন

Lucky Day: হিন্দুধর্মে হনুমানজিকে সংকটমোচন বলা হয়। মনে করা হয় মঙ্গলবার বেশ কিছু নিয়ম মেনে চললে তিনি তাঁর ভক্তদের সমস্ত দুঃখকষ্ট দূর করেন ও তাদের জীবনে সুখ নিয়ে আসেন।

Tuesday Remedies: সময় কি খারাপ যাচ্ছে? ভাগ্য ফেরাতে মঙ্গলবার এই নিয়মগুলি মেনে চলুন
| Edited By: | Updated on: Dec 06, 2022 | 6:26 PM
Share

সপ্তাহের সাত দিন বিভিন্ন দেবতাকে উৎসর্গ করা হয়। আর প্রতিদিন সমানও যায় না। মঙ্গলবার, ভগবান রামের শ্রেষ্ঠ ভক্তকে পুজো করা হয়। কারণ হিন্দুশাস্ত্র অনুযায়ী, মঙ্গলবারের দিনটি হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে। অনেক সময় যায়, যখন সব কাজেই বাধাপ্রাপ্ত হতে হয়ে। সময় এমনই খারাপ যায় যে কোনও কাজেই সাফল্য আসে না। ভাগ্য ফেরাতে নিয়ম-কানুন মেনে হনুমানজির পুজো করার নিয়ম রয়েছে। শুধু সময়ের ভাগ্য ফেরাতেই নয়, ধনসম্পত্তির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এ ছাড়া মঙ্গলবার কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে সব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

মঙ্গলবার কোন কোন প্রতিকারগুলি অনুসরণ করবেন, জেনে নিন এখানে…

তুলসীর মালা: যদি হনুমানজির আশীর্বাদ পেতে চান তবে মঙ্গলবার পুজোর সময় তাঁকে তুলসীর মালা অর্পণ করুন। কথিত আছে যে হনুমানজিকে তুলসীর সামগ্রী পরালে তিনি সন্তুষ্ট হন ও ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন।

বুন্দির প্রসাদ: হনুমানজি বুন্দির বা বোঁদে দিয়ে তৈরি লাড্ডু পছন্দ করেন। তাই মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিলে বুন্দির লাড্ডু নিবেদন করুন। তারপর সেই লাড্ডু প্রসাদ হিসাবে সকলের মধ্যে বিতরণ করুন।

সিঁদুর: আপনি যদি জীবনে কিছু সমস্যার সম্মুখীন হন তবে মঙ্গলবার সেগুলিতে সিঁদুর ও তেল একসঙ্গে মিশিয়ে পেস্ট লাগাতে পারেন। সিঁদুরে কাঁঠালের তেল মিশিয়ে তৈরি করা পেস্ট হনুমানজিকে লাগালে তাঁর আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত ঝামেলা দূর হয়।

গুড় ও ছোলা: মঙ্গলবার বানর ও গরুকে গুড় ও ছোলা খাওয়ালে তাও খুব উপকারী। কথিত আছে যে এর দ্বারা ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া যে সমস্ত কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে, সেই কাজও সম্পন্ন হয়।

হনুমান চালিসা পাঠ: মঙ্গলবার যদি হনুমানজিকে সন্তুষ্ট রাখতে চান, তাঁর আশীর্বাদ পেতে চান, তবে পুজোর পরে একই মন্দিরে বসে হনুমান চালিসা পাঠ করুন। তাতে সমস্ত ইচ্ছাপূরণ করে বলে মনে করা হয়।

(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)