Ram Flag at Home: বাড়িতে রাম পতাকা ওড়ালে, মেনে চলুন বাস্তুর বিশেষ টিপস
Ram temple at home: হিন্দুধর্মে ঘরের ছাদে পতাকা উত্তোলন করার পুরনো প্রথা রয়েছে। যে কোনও শুভ অনুষ্ঠানেক সময় বা হিন্দু উত্সবের সময় বাড়িতে পতাকা উত্তোলন করা হয়। শুধু বাড়ির ছাদেই নয়, মন্দিরের মাথাতেও দেখা যায় নানা রঙের পতাকা। তবে যখন যেমন খুশি বাড়িতে পতাকা উত্তোলন করা উচিত নয়। বাস্তুশাস্ত্র মতে পতাকা উত্তোলন নিয়ে রয়েছে বিশেষ কিছু নিয়ম।
জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বাড়ির ছাদে অনেকেই হলুদ বা কমলা রঙের পতাকা উত্তোলন করে থাকেন। তাছাড়া হিন্দুধর্মে ঘরের ছাদে পতাকা উত্তোলন করার পুরনো প্রথা রয়েছে। যে কোনও শুভ অনুষ্ঠানেক সময় বা হিন্দু উত্সবের সময় বাড়িতে পতাকা উত্তোলন করা হয়। শুধু বাড়ির ছাদেই নয়, মন্দিরের মাথাতেও দেখা যায় নানা রঙের পতাকা। তবে যখন যেমন খুশি বাড়িতে পতাকা উত্তোলন করা উচিত নয়। বাস্তুশাস্ত্র মতে পতাকা উত্তোলন নিয়ে রয়েছে বিশেষ কিছু নিয়ম। বাড়ির কোথায় রাখা উচিত, কোন রঙের পতাকা রাখা উচিত, পতাকা কেমন হওয়া উচিত, সেই নিয়ে বিস্তারিত তথ্য় রয়েছে বাস্তুশাস্ত্রে।
পতাকা কত প্রকার
বাড়ির ছাদে উত্তোলিত পতাকা ও যুদ্ধে উত্তোলিত পতাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যুদ্ধক্ষেত্রে উপলক্ষ অনুযায়ী ৮ ধরনের পতাকা ব্যবহার করা হয়। সেই সঙ্গে বিশাল মাপের পতাকা বিপ্লবী যুদ্ধের ইঙ্গিত বোঝায়। আবার ছোট পতাকা হল ভয়ানক গণহত্যার ইঙ্গিত দেয়। মহাভারতে, প্রতিটি যোদ্ধার নিজস্ব আলাদা পতাকা রয়েছে।
বাড়ির ছাদে পতাকার রঙ কেমন হওয়া উচিত?
বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির ছাদে তিনটি রঙের যেকোনও একটির পতাকা লাগানো হয়। কেশর, লাল এবং হলুদ। বাড়ির ছাদে এই তিনটি রঙের যেকোনও একটি পতাকা লাগানো শুভ বলে মনে করা হয়।
পতাকা লাগানোর সঠিক দিক কোনদিক?
বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে পতাকা বসানোর সময় অনেক নিয়ম মাথায় রাখা উচিত। বাড়ির উত্তর-পশ্চিম কোণে একটি পতাকা রাখুন। এই দিকটি পতাকা উত্তোলনের জন্য শুভ বলে মনে করা হয়।
পতাকা কেমন হওয়া উচিত
বাড়ির ছাদে স্বস্তিকা বা ওমের সঙ্গে কেশর রঙের পতাকা উত্তোলন করা যেতে পারে। তবে বাড়িতে পতাকা দুধরনের হয়ে থাকে। একটি ত্রিভুজাকার পতাকা ও অন্য দুটি ত্রিভুজাকার পতাকা। বাড়ির ছাদে যেকোনও ধরনের পতাকা লাগানো যেতে পারে।
পতাকা উত্তোলনের উপকারিতা
বাস্তু বিশেষজ্ঞরা বলেন, বাড়ির ছাদে পতাকা রাখলে খ্যাতি, গৌরব ও জয়লাভ করা সম্ভব। পতাকা রাখলে গৃহের সদস্যদের রোগ-শোক-দুঃখ বিনাশ হয়। সংসারে সুখ-সমৃদ্ধি ভরপুর হয়ে ওঠে।
রাম পতাকা
হিন্দু পতাকা দুই প্রকার। ত্রিভুজাকার ও অন্যটি ত্রিভুজাকার। এতে দুটি ত্রিভুজ তৈরি হয়। রাম পতাকা দুইয়ের মধ্যে যে কোনও একটা হতে পারে। কিন্তু তাতে শ্রী রাম, ধনুক বা জয় শ্রী রামের ছবি বা লেখা থাকতে হবে। রামের পতাকায় হনুমানজির ছবিও থাকতে পারে।