AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips: খুব চেনা এই গাছের শিকড় রাখুন বাড়িতে, লক্ষ্মীর কৃপায় কেটে যাবে সব সঙ্কট!

Vastu Tips for Home: ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঘরের অন্দরে পজিটিভিটি বজায় রাখারও কাজ করে। ঘরে লাগানোর সঙ্গে সঙ্গে আয়ের নতুন উৎস খুলতে শুরু করে ও অর্থনৈতিক অবস্থা মজবুত হতে থাকে।

Vastu Tips: খুব চেনা এই গাছের শিকড় রাখুন বাড়িতে, লক্ষ্মীর কৃপায় কেটে যাবে সব সঙ্কট!
| Edited By: | Updated on: Aug 09, 2023 | 9:30 AM
Share

বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের সৌভাগ্য ফিরে পেতে ও শুভ ফল পেতে অন্দরমহলেই রাখেন বেশ কিছু সুন্দর সুন্দর গাছ। এমন অনেক গাছ রয়েছে, যেগুলি ঘরে রাখলে লক্ষ্মীর আশীর্বাদে অর্থপ্রাপ্তি তো বটেই, সুখ-শান্তি-সমৃদ্ধি বজায় থাকে সর্বদা। আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাওয়া যায় দ্রুত। বাস্তুশাস্ত্র অনুসারে, বেশ কিছু গাছকে শুভ ও পবিত্র বলে মনে করা হয়। শুধু তাই নয়, এই গাছ পুজোর আসনেও জায়গা পায়। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির আশেপাশে এমন কিছু গাছ লাগানো উচিত, যেটি খুব সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঘরের অন্দরে পজিটিভিটি বজায় রাখারও কাজ করে। ঘরে লাগানোর সঙ্গে সঙ্গে আয়ের নতুন উৎস খুলতে শুরু করে ও অর্থনৈতিক অবস্থা মজবুত হতে থাকে।

শঙ্খপুষ্পী উদ্ভিদের তাৎপর্য

সমৃদ্ধি

বাঙালির বাড়িতে খুব পরিচিত ও জনপ্রিয় একটি গাছ হল অপরাজিতা ফুলের গাছ, বাস্তুশাস্ত্রেও শুভ। জ্যোতিষশাস্ত্রে সৌভাগ্যবানও হিসেবেও গণ্য করা হয়। এই উদ্ভিদটি ভগবান বিষ্ণু, মহাদেব ও দেবী লক্ষ্মীর কাছে প্রিয় বলে মনে করা হয়। ঘরে লাগালে এই তিনের আশীর্বাদ বজায় থাকে সর্বদা। এই গাছ ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। এই উদ্ভিদ শঙ্খপুষ্পী নামে পরিচিত।

অঢেল টাকার প্রবেশ

বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করার সময়, তাকে শঙ্খপুষ্পী ফুল নিবেদন করা হয়। তার আশীর্বাদ গ্রহণ করা হয়। ভগবান বিষ্ণুর পুজোয় এই গাছের নীল রঙের ফুল নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এই গাছের ফুলও সাদা রঙের, শুক্রবার দেবী লক্ষ্মীকে নিবেদন করলে ঘরে অর্থের আগমন বৃদ্ধি পায়। সমৃদ্ধিও বজায় থাকে। অন্যদিকে মহাদেবের পুজোয় শঙ্খপুষ্পী নীল রঙের ফুল নিবেদন করা উচিত। এতে ভগবান শিব শীঘ্রই খুশি হন।

মূল প্রতিকার

শঙ্খপুষ্পী গাছের মূল পুজোর পর দরজার সামনে রাখা উচিত। এই কারণে দেবী লক্ষ্মীর কৃপায়আপনার ব্যাঙ্ক ব্যালেন্স সর্বদা টাকায় পূর্ণ থাকে। অন্যদিকে বাড়ির পুজোয় এই সুন্দর ও পবিত্র গাছের শিকড় রেখে পুজো করলে বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। এই উদ্ভিদ সবসময় উত্তর-পূর্ব দিকে লাগানো উচিত।