Guru Pushya Nakshatra 2023: মে মাসের শেষে গুরু পুষ্য নক্ষত্রের যোগ! সোনা-গাড়ি-বাড়ি কেনার সঙ্গে সঙ্গে এই শুভ কাজগুলি না করলেই বিপদ

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

May 21, 2023 | 12:43 PM

Auspicious Time: মে মাসের শেষের দিকেই রয়েছে গুরু পুষ্য যোগের। গুরু পুষ্য যোগের তিথি কবে পড়েছে, এদিন কোন কোন জিনিস কেনা শুভ , কী কী করবেন না , সবটাই জানুন এখানে...

Guru Pushya Nakshatra 2023: মে মাসের শেষে গুরু পুষ্য নক্ষত্রের যোগ! সোনা-গাড়ি-বাড়ি কেনার সঙ্গে সঙ্গে এই শুভ কাজগুলি না করলেই বিপদ

Follow Us

নক্ষত্রমণ্ডলীর মধ্যে পুষ্য নক্ষত্রকে (Pushya Nakshatra) রাজা বলে মনে করা হয়। মে মাসের (May 2023) শেষের দিকে গুরু পুষ্য যোগেরও (Guru Pushya Nakshatra 2023) মিল রয়েছে। শাস্ত্র অনুসারে একাদশীর উপবাসে রাজা ও পুষ্য নক্ষত্র নক্ষত্রে রাজা হিসেবে বিবেচনা করা হয়। গুরু, নক্ষত্রের অধিপতি- শনি, আরাধ্য বৃক্ষ- পিপল, নক্ষত্র পশু- ছাগল ও উপাদান হল আগুন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, দেবগুরু বৃহস্পতি পুষ্য নক্ষত্রে প্রবেশ করলে সেই সময়টি অত্যন্ত শুভ। এই বিশেষ তিথি বিভিন্ন নামে পরিচিত। এর মধ্যে রবি পুষ্য, শনি পুষ্য ও গুরু পুষ্য নক্ষত্রকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। মে মাসের শেষের দিকেই রয়েছে গুরু পুষ্য যোগের। গুরু পুষ্য যোগের তিথি কবে পড়েছে, এদিন কোন কোন জিনিস কেনা শুভ , কী কী করবেন না , সবটাই জানুন এখানে…

পুষ্য নক্ষত্রের তাৎপর্য

পৌরাণিক গ্রন্থে, পুষ্য নক্ষত্রের অর্থ বলা হয়েছে যিনি পুষ্ট করেন। যিনি শক্তি প্রদান করেন। ষ্য নক্ষত্রে করা শুভ কাজ, নতুন জিনিস কেনা দীর্ঘস্থায়ী সুবিধা পাওয়া যায়। সেই জিনিস সারা জীবন আপনার কাছে থেকে যায় বলে মনে করা হয়।

গুরু পুষ্য নক্ষত্র কবে পালন করা হয়?

প্রতি মাসে পুষ্য নক্ষত্রের শুভ যোগ তৈরি হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এবছর ২৫ মে, বৃহস্পতিবার, পুষ্য নক্ষত্রের শুভ দিন শুরু হতে চলেছে।জ্যোতিষশাস্ত্র মতে, এই দিনটি যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তাই একে গুরু পুষ্য যোগ বলা হচ্ছে। গুরু পুষ্য নক্ষত্র ২৪ মে শুরু হবে বিকেল ৩ টে ৬মিনিট ও শেষ হবে ২৫মে বিকাল ৫টা ৫৪ মিনিট। বৃহস্পতিবার সারাদিন পুষ্য যোগ থাকায় এই দিনে কেনাকাটা করা শুভ হবে।

কোন কোন শুভকাজ করবেন?

– পুষ্য নক্ষত্র বৃহস্পতি (গুরু), শনি ও চন্দ্র দ্বারা প্রভাবিত, তাই সোনা, রূপো, পিতলের বাসনপত্র, যানবাহন, জমি, গাড়ি, হিসাবের বই বা খাতা, ​​পোশাক, প্রয়োজনীয় জিনিসপত্র কেনা ও বড় বিনিয়োগ করা এই দিনে খুব শুভ বলে মনে করা হয়। এর ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় ও কেনা জিনিস দ্বিগুণ বৃদ্ধি পায়।

– যদি কোনও নতুন কাজ বা শুভ কাজ শুরু করতে চান বা কোনও ভবন তৈরি করতে চান তাহলে পুষ্য নক্ষত্রের দিনটি খুব শুভ। এছাড়াও, পলিসি, বীমা পরিকল্পনা, মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজার ইত্যাদিতেও অর্থ বিনিয়োগ করতে পারেন।

– যদি সোনা বা দামি জিনিস কিনতে না পারেন, তাহলে গুরু পুষ্য যোগে কর্মক্ষেত্রে বা বাড়ির মন্দিরে দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করুন। এর মাধ্যমে প্রতিটি কাজ খুব ভাল করে কাটবে ও অর্থ লাভ হয়।

Next Article