AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2025 Prediction: আপনার জন্মদিন কি মাসের এই চার তারিখে? নতুন বছর বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, জানেন কি?

2025 Prediction: আচ্ছা আপনার জন্মদিন কি কোনও মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে? কেমন কাটবে আপনার নতুন বছর? কী বলছে ভাগ্যচক্র?

2025 Prediction: আপনার জন্মদিন কি মাসের এই চার তারিখে? নতুন বছর বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, জানেন কি?
Image Credit: Nora Carol/Moment/Getty Images
| Updated on: Dec 17, 2024 | 7:27 PM
Share

হাতে গোনা কয়েক দিন, তারপরেই শেষ ২০২৪। মোটের উপর ভাল-মন্দ মিশিয়েই কেটেছে এই বছরটা। তবে কেমন কাটবে নতুন বছর? এই চিন্তা রয়েছে সকলেরই। ২০২৫ নিয়ে প্রত্যেকের নানা প্ল্যান মাথায় রয়েছে। কেউ হয়তো বিয়ে করবেন এই বছর, কেউ আবার ব্যস্ত পরিবার পরিকল্পনায়। কেউ হয়তো ভাবছেন এই বছর একটা বাড়ি বা গাড়ি কিনবেন। কিন্তু এই বছর সেই সব করা কি ঠিক হবে?

আচ্ছা আপনার জন্মদিন কি কোনও মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে? কেমন কাটবে আপনার নতুন বছর? কী বলছে ভাগ্যচক্র?

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে ২০২৫ সালটা মোটের উপর ভালই কাটবে এঁদের। জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বা আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তবে মনে রাখবেন, সবই কিন্তু নির্ভর করছে আপনার উপরে। শুধু বসে বসে ভাবলেই হবে না। নিজের জীবনের উন্নতির জন্য এই বছর প্রথম থেকেই পরিশ্রম করতে হবে।

যাঁদের বিয়ের বয়স হয়ে গিয়েছে তাঁরা এই বছর নিজের স্বপ্নের জীবনসঙ্গীকে খুঁজে পেতে পারেন। পরিবারেও নিজের মর্যাদা বাড়বে। যাঁরা চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, তাঁরাও ২০২৫ সালে সফল হতে পারেন।

তবে এই সব দিনে জন্ম গ্রহণকারীদের ২০২৫ সালে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। অল্প কোনও শরীর খারাপ হলেই সচেতন হয়ে চিকিৎসকের পরামর্শ নিন। না হলে তা পরে বড় রোগের কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে মার্চ-এপ্রিল এবং অগস্ট-সেপ্টেম্বর মাসে সাবধানে থাকুন। এই চার মাসে কোথাও যাত্রা করতে হলেও সাবধানে থাকুন। বিশেষ করে ঠান্ডা লাগা, সর্দি বা ব্রংকাইটিসের সমস্যা থাকলে সতর্ক হওয়া উচিত।