Lord Surya Worship Tips: মনোবাসনা পূরণ করতে চান? রবিবার যে দেবতার পুজো করলে মিলবে ফল

Dec 08, 2024 | 12:44 AM

শাস্ত্র অনুসারে, সপ্তাহের প্রত্যেকটি দিনের আলাদা তাৎপর্য রয়েছে। আর এক সপ্তাহের সাতটি দিনে নানান দেব-দেবীর পুজোর জন্য উৎসর্গীকৃত করা হয়েছে।

Lord Surya Worship Tips: মনোবাসনা পূরণ করতে চান? রবিবার যে দেবতার পুজো করলে মিলবে ফল
Lord Surya Worship Tips: মনোবাসনা পূরণ করতে চান? রবিবার যে দেবতার পুজো করলে মিলবে ফল
Image Credit source: Pinterest

Follow Us

শাস্ত্র অনুসারে, সপ্তাহের প্রত্যেকটি দিনের আলাদা তাৎপর্য রয়েছে। আর এক সপ্তাহের সাতটি দিনে নানান দেব-দেবীর পুজোর জন্য উৎসর্গীকৃত করা হয়েছে। শাস্ত্রমতে রবিবার সাধারণত সূর্যদেবের (Lord Surya) পুজো করা উচিত। সূর্যদেবকে হিন্দু ধর্মে সকল শক্তির উৎস হিসেবে পুজো করা হয়। মনোবাসনা পূরণ করতে চাইলে রবিবার নিষ্ঠাভরে সূর্যদেবের পুজো করলে মিলবে ফল।

সূর্যের রশ্মির উপকারিতাকে বৈজ্ঞানিক দিক থেকেও গুরুত্ব দেওয়া হয়। সূর্য রশ্মি সকলের শরীরে প্রয়োজনীয় বলে উল্লেখ রয়েছে বিজ্ঞানে। সূর্য রশ্মি শরীরে পড়লে সৌন্দর্য বৃদ্ধি হয়। কোন দেবতার পুজো করা নির্ভর করে যে কোনও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাসের উপর। মন থেকে মানলে, আস্থা থাকলে ফল পান অনেকেই।

রবিবার কেন সূর্যদেবের পূজা করা হয়?

কেউ বললেই রবিবার সূর্যদেবের পুজো করতে হবে এমনটা নয়। যদি হিন্দু পুরাণে নজর রাখা হয়, তা হলে দেখা যায়, সূর্যদেবকে বিভিন্ন দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সূর্যকে একটি গ্রহ হিসেবেও দেখা হয়। যা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূর্যদেবের পুজোর উপকারিতা —

  • স্বাস্থ্য: নিয়মিত রবিবার সূর্যদেবের পুজো করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।
  • সমৃদ্ধি: রবিবার সূর্যদেবের পুজো করলে জীবনে সমৃদ্ধি এবং সফলতা আসে।
  • আত্মবিশ্বাস: সূর্যদেবের পুজো প্রত্যেক ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ায়।
  • অন্ধকার দূর করে: সূর্যদেব আলোর উৎস। সূর্যদেবের আরাধনা করলে জীবন থেকে অন্ধকার এবং নেতিবাচক শক্তি দূর হয়।

সূর্যদেবের পুজোর সময় – সাধারণত সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবের পুজো করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

সূর্যদেবের পূজার পদ্ধতি – রবিবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবের পুজো করা উচিত। এই পুজোর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। সাধারণত, সূর্যদেবের মূর্তি বা ছবির সামনে জল, ফুল, ধূপ এবং প্রদীপ দেওয়া হয়। মন্ত্র জপ করে প্রার্থনা করতে হয়। সূর্যদেবের আরাধনা যাঁরা করেন, তাঁদের উচিত ভক্তি সহকারে সূর্যদেবের শতনাম ও স্তোত্র বা সহস্রনাম পাঠ করা। অনেকেই রবিবার উপোস করে সূর্যদেবের পুজো করেন।

 

Next Article