Garuda Purana: মৃত্যুর পর কেন মৃতদেহকে একা রাখা হয় না? গরুড় পুরাণ কী বলছে?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 14, 2022 | 6:57 PM

Spirituality: পঞ্চক আমলে কোনও ব্যক্তি মারা গেলেও পঞ্চক সময় শেষ হওয়ার আগে তার মৃতদেহ পোড়ানো হয় না।

Garuda Purana: মৃত্যুর পর কেন মৃতদেহকে একা রাখা হয় না? গরুড় পুরাণ কী বলছে?

Follow Us

জন্ম ও মৃত্যু সবটাই নিয়তি। জন্ম ও মৃত্যু সবই ভাগ্যের খেলা। এক মিনিট পর আপনার কী হবে তা জানা নেই। যার জন্ম তার মৃত্যুও নিশ্চিত। আর এটি একটি অপরিবর্তনীয় সত্য। কিন্তু এই জন্ম-মৃত্যুর চক্রে মানুষ তার কর্ম ও মনের অবস্থা অনুযায়ী স্বর্গ বা নরক লাভ করে। জন্ম-মৃত্যুর ঘটনাও গরুড় পুরাণে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মে, পরিবারের কোনও সদস্যের মৃত্যুর পরে পুরো ১৩ দিন ধরে অনেক নিয়ম মেনে চলতে হয়। এর মধ্যে একটি হল মৃত্যুর পর মৃতদেহকে একা না রাখা। হিন্দু ধর্মে বলা হয়েছে, মৃত্যুর পর শ্মশানে দাহ করার আগে পর্যন্ত মৃতদেহ যেন কেউ ছেড়ে না যাওয়া হয়। এর কারণও উল্লেখ করা হয়েছে।

হিন্দু ধর্মে সূর্যাস্তের পর দাহ করার কোনও আইন নেই। সেজন্য মৃতদেহ সারারাত বাড়িতে রাখা হয়। অন্যদিকে পঞ্চক আমলে কোনও ব্যক্তি মারা গেলেও পঞ্চক সময় শেষ হওয়ার আগে তার মৃতদেহ পোড়ানো হয় না।

কোনও ব্যক্তির মৃত্যুর পর যদি ছেলে বা মেয়ে কাছাকাছি না থাকে এবং আসতে সময় লাগে, সেক্ষেত্রে শ্মশানের জন্যও অপেক্ষা করতে হয়। ছেলেমেয়ে না আসা পর্যন্ত মৃতদেহ সারারাত বাড়িতেই রাখা হয়। কিন্তু মৃতদেহকে একেবারে একা ফেলে রাখা উচিত নয়। গরুড় পুরাণে এর কারণ ব্যাখ্যা করা হয়েছে যে কেন মৃত্যুর পরে শবদেহকে একা রাখা হয় না।

মৃতদেহকে একা ফেলে রাখা উচিত নয়

– গরুড় পুরাণে বলা হয়েছে যে মৃতদেহকে একা রেখে দিলে, চারপাশে ঘুরে বেড়ানো অশুভ আত্মা মৃত ব্যক্তির দেহে প্রবেশ করতে পারে। এ কারণে শুধু শবদেহই নয় পরিবারের সদস্যরাও বিপদে পড়তে পারে।

– মৃতদেহ একা ফেলে রাখলে নরখাদক, লাল পিঁপড়ে বা চারপাশে ক্ষুদে প্রাণী মৃতদেহের ক্ষতি করতে পারে। তাই মৃতদেহ সৎকার না করা পর্যন্ত বাড়ির এক ব্যক্তি পাশেই বসে থাকেন।

– কথিত আছে মৃত্যুর পর মৃতের আত্মা সেখানেই ঘোরাফেরা করে। মৃতদেহ দাহ না করা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে মৃতের মেলামেশা বজায় থাকে। এই অবস্থায় পরিবারের সদস্যরা মৃতদেহ একা রেখে গেলে মৃতের আত্মাও এতে অসুখী হতে পারে।

 

(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)

Next Article