Vaastu Tips: বাড়ির কোন দিকে প্রধান দরজা করা উচিত জানেন?
Vaastu Tips: গ্রহ মানেই যে কেবল জ্যোতিষশাস্ত্র তা কিন্তু নয়। তারই সঙ্গে আছে বাস্তুশাস্ত্রের সম্পর্ক।
নতুন বছরে একটা নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন? নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনলে অনেক কিছু দেখে নিতে হয়। কাগজপত্র, জায়গা-জমি সব কিছুই। তবে আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে একটি জিনিস দেলহে নিতে প্রায় ভুলেই গিয়েছি আমরা। তা হল বাড়ি বা জম্নির বাস্তু ঠিক আছে কি না। বাড়ি, জমি বা ফ্ল্যাট যাই কিনুন না কেন, বাস্তু ঠিক হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
গ্রহ মানেই যে কেবল জ্যোতিষশাস্ত্র তা কিন্তু নয়। তারই সঙ্গে আছে বাস্তুশাস্ত্রের সম্পর্ক। নয় গ্রহের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক বাস্তু বা গৃহের প্রতিটি দিক এবং প্রতিটি বস্তুর। জ্যোতিষ অনুসারে অন্যান্য গ্রহের মতো রাহু ও কেতুর শারীরিক অস্তিত্ব নেই।
তবে জ্যোতিষশাস্ত্রে রাহুকে গ্রহের মতোই গুরুত্বপূর্ণ মনে করা হয়। বাস্তুশাস্ত্রেও রাহুর গুরুত্ব অনেক। বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিক হল রাহুর স্থান। তাই এই দিকে ভাঁড়ার ঘর, অপ্রয়োজনীয় ভাঙা জিনিস রাখার জায়গা।
বাস্তুমতে দক্ষিণ-পশ্চিম দিকে বাড়ির প্রধান দরজা রাখাও শুভ নয়। রাহুর স্থানে প্রধান দরজা থাকলে বাড়ির সদস্যদের অলসতা, দুশ্চিন্তা, আর্থিক সমস্যা হতে পারে।আবার মুখ, কান, ঠোঁট, অন্ত্র, পায়ুদ্বারে রোগ বা ক্যানসারে আক্রান্ত হওয়ার ভয় থাকে। বিশেষ করে বাড়িতে প্রবীণ কেউ থাকলে সমস্য়া বাড়তে পারে।