Surya Grahan 2022: দীপাবলির পরেই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ! রাহু থেকে বাঁচতে ভুলেও এই ৫ কাজ নয়

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 08, 2022 | 7:57 PM

Solar Eclipse in India: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবার সূর্যগ্রহণে তুলা রাশি উপর পড়তে চলেছে। তাই আগেভাগে এবারের সূর্যগ্রহণ নিয়ে কিছু তথ্য জেনে রাখা ভাল।

Surya Grahan 2022: দীপাবলির পরেই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ! রাহু থেকে বাঁচতে ভুলেও এই ৫ কাজ নয়

Follow Us

জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের তাত্‍পর্য ও গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, সূর্যগ্রহণের প্রভাবে সমস্ত রাশির উপর শুভ ও অশুভ ইঙ্গিত বহন করে। এবছর চলতি মাসের ২৫ অক্টোবর, দীপাবলির দিন বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবার সূর্যগ্রহণে তুলা রাশি উপর পড়তে চলেছে। তাই আগেভাগে এবারের সূর্যগ্রহণ নিয়ে কিছু তথ্য জেনে রাখা ভাল। প্রসঙ্গত, এবারের সূর্যগ্রহণের আংশিক হিসেবে ভারত থেকেই দেখা যাবে। ভারত ছাড়াও বিশ্বের অনেক দেশেই এই সূর্গ্রহণ দেখা যাবে। পাকিস্তান, আফগানিস্তান, ইউরোপ, আফ্রিকার মত কয়েকটি দেশে দীর্ঘ সময়ের জন্য পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।

সূর্যগ্রহণের সময়

এই বছর সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবরের বিকাল ৪টে ২৯ মিনিট থেকে। ভারতে দেখা যাবে মাত্র কয়েক মিনিট। শেষ হবে ৫টা ৪২ মিনিটে।

সূর্যগ্রহণের সময় কী করবেন, কী করবেন না, তা জেনে রাখুন

গ্রহণের সময় জ্যোতিষমতে ঘরের বাইরে না বের হওয়ার নির্দেশ দেয়। এই সময় কোনও খাবার গ্রহণ করা থেকে এড়িয়ে যাওয়ার কথা বলা হয়। এছাড়া গ্রহণের অশুভ প্রভাব রোধ করতে তুলসী পাতা খাওয়ার বিধান দেওয়া রয়েছে। এছাড়া জলেও যাতে দোষ ধরা না পড়ে, তার জন্য জলেও তুলসী পাতা রেখে দেওয়ার নিয়ম।

অনেকেই বিশ্বাস করেন, গ্রহণ শেষ হওয়ার পরই স্নান করে নতুন পোশাক পরে নেওয়া উচিত।

– সূর্যদেবকে উত্‍সর্গ করে মন্ত্র জপ করলে গ্রহের দোষ কেটে যায়। যদিও ভারতীয় সংস্কৃতিতে এই ধারণা বিদ্যমান।

সূর্যগ্রহণের সময় বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা, তাদের উপর নজর রাখা উচিত। গ্রহণের সময়ে বাড়ির বাইরে যাতে বের না হন, তা নিশ্চিত করতে হবে। এছাড়া বাড়ির ভিতরে থাকলে গোপাল মন্ত্র জপ করতে বলা হয়।

সূর্যগ্রহণের সময় অনেকেই জল পান করা তো দূর, ছুঁয়েও দেখেন না।

– গ্রহণের সময় জল নয়, খাবার তৈরি করা ও খাওয়াও নিষিদ্ধ। যে কোনও শুভ কাজ এই সময় করা হয় না। সূর্যগ্রহণকে এড়িয়ে তবেই শুভ কাজে হাত দেওয়া উচিত।

 

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

Next Article
Lakshmi Puja 2022: সামান্য এই ভুলগুলির জন্যই লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হোন ধনীরা!
Kojagari Lakshmi Puja 2022: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো, সংসারে শ্রীবৃদ্ধি দ্বিগুণ করতে ভুলেও এই কাজ করবেন না!